Suryakumar Yadav: MI শিবিরে স্বস্তি, IPLএর আগে নেট কাঁপাচ্ছেন সূর্যকুমার যাদব
Watch Video: ২২ মার্চ শুরু হবে ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এ বার মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের জন্য সুখবর। নেট কাঁপানো শুরু করেছেন মিস্টার ৩৬০ ডিগ্রি। আইপিএলের আগে স্বাভাবিকভাবেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেটে ফেরার ভিডিয়ো দেখে মন ভালো হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অনুরাগীদের।
কলকাতা: ভারতীয় ক্রিকেট প্রেমীদের আইপিএলের জন্য মনটা কেমন আনচান করছে। মার্চে মাসের একটা করে দিন পেরোচ্ছে, আর আইপিএলের (IPL) দিন ঘনিয়ে আসছে। ২২ মার্চ শুরু হবে ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এ বার মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের জন্য সুখবর। নেট কাঁপানো শুরু করেছেন মিস্টার ৩৬০ ডিগ্রি। আইপিএলের আগে স্বাভাবিকভাবেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেটে ফেরার ভিডিয়ো দেখে মন ভালো হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অনুরাগীদের।
নেটে নিজের ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ভারতের মিডল অর্ডারের তারকা সূর্যকুমার যাদব। সঙ্গে লিখেছেন, ‘আমার ভালো লাগছে।’ যা দেখেই পরিষ্কার আইপিএলের আগে ছন্দ ফিরে পেতে চাইছেন সূর্যকুমার যাদব। সার্জারির পর প্রথম বার নেটে নেমেছেন সূর্যকুমার যাদব।
Suryakumar Yadav had Started batting in the nets after recovering from his surgery ahead of #IPL2024 pic.twitter.com/wFZlyQv6HM
— Priyanka Joshi (@Priyank79476502) March 6, 2024
তিনি স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে জার্মানিতে সূর্যকুমার যাদবের সফল অস্ত্রোপচার হয়েছিল। তারপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন স্কাই। এ বার আইপিএল শুরু হওয়ার আগে নেমে পড়লেন মাঠে।
Surgery done✅
I want to thank everyone for their concerns and well wishes for my health, and I am happy to tell you all that I will be back very soon 💪 pic.twitter.com/fB1faLIiYT
— Surya Kumar Yadav (@surya_14kumar) January 17, 2024
২৪ মার্চ এ বারের আইপিএল যাত্রা শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা নয়, এ বার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নতুন যুগ শুরু হবে মুম্বই ইন্ডিয়ান্সের। আইপিএলের পরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার সূর্যকুমার যাদব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে স্কাই নিজের সেরা ছন্দ ফিরে পেলে আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে পাড়ি দেবে টিম ইন্ডিয়া।