Ranji Trophy: আর মাত্র একধাপ, মধ্যপ্রদেশকে গুঁড়িয়ে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা
১৯৮৯-৯০ সালের পর আরও একবার রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন অনুষ্টুপরা। শোনা যাচ্ছে, ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রঞ্জির ফাইনাল খেলা হতে পারে।
ইন্দোর: ২০২২-২৩ রঞ্জি ট্রফি (Ranji Trophy 2022-23) জয়ের আরও কাছে বাংলা। মধ্যপ্রদেশকে রঞ্জির সেমিফাইনালে ৩০৬ রানের বড় ব্যবধানে গুঁড়িয়ে ফাইনালে পা রাখল মনোজ তিওয়ারির দল। ১৯৮৯-৯০ সালের পর আরও একবার রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন অনুষ্টুপরা। শোনা যাচ্ছে, ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রঞ্জির ফাইনাল খেলা হতে পারে। অন্য একটি সেমিফাইনালে কর্নাটক বনাম সৌরাষ্ট্র ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে ফাইনাল খেলবেন মনোজ তিওয়ারিরা (Bengal Cricket Team)। বাংলার ঘরে রঞ্জি ট্রফি এসেছে মাত্র দু’বার। প্রথমবার দেশ স্বাধীন হওয়ার আগে। ৫১ বছরের অপেক্ষার পর দ্বিতীয় বার ট্রফি জয়। এরপর তিন দশকের বেশি সময় ধরে বাংলার ক্যাবিনেটে আসেনি প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতার ট্রফি। তার আগে ও পরে বহুবার ফাইনালে পা রাখলেও রঞ্জি জয়ের সৌভাগ্য হয়নি এ রাজ্যের। এখনও পর্যন্ত পূর্বসূরীদের গরিমা ফেরাতে পারেননি মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary)। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
এ যাবৎ ১৪ বার রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছে বাংলা দল। শেষবার ২০১৯-২০ সালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে শেষবার ফাইনালে হারের তেতো গিলতে হয় মনোজ তিওয়ারিদের। গতবার সেমিফাইনালে বাংলা হেরে গিয়েছিল মধ্যপ্রদেশের কাছে। চন্দ্রকান্ত পণ্ডিতের দলের মাথায় সে বার উঠেছিল চ্যাম্পিয়নের মুকুট। এক মরসুম বাদেই সেই সেমিফাইনালে মধুর প্রতিশোধ মনোজদের। প্রথম ইনিংসে ২৬৮ রানের লিড থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশ ফলো অন করায়নি মনোজরা। অনুষ্টুপ মজুমদার, সুদীপ ঘরামির শতরানে প্রথম ইনিংসে পাহাড় প্রমাণ রান তোলার পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন অনুষ্টুপ। দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ছিল ২৭৯। ৫৪৭ রানে এগিয়ে থাকা বাংলার জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। প্রদীপ্ত প্রামাণিক, মুকেশ কুমারদের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে গুটিয়ে যায় আদিত্য শ্রীবাস্তবের দল। সেমিফাইনালে বাংলার জয় এল ৩০৬ রানের বড় ব্যবধানে।
রঞ্জির ফাইনালে বারবার হেরে চোকার্স তকমাও জুটেছে বাংলার। অধিনায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি ইতিমধ্যেই অবসরের ইঙ্গিত দিয়েছেন। কেরিয়ারের তিনবার রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছেন মনোজ। অবসরের গ্রহে যাওয়ার আগে বাংলাকে রঞ্জি ট্রফি জিতিয়ে যেতে চান। ৩৬ বছর পর আর্জেন্টিনার ঝুলিতে গিয়েছে ফুটবল বিশ্বকাপ। চোকার্স তকমা হটিয়ে ৩২ বছর পর বাংলাও তেমনই এক ফলাফলের আশায়।