Manoj Tiwary Retirement : ক্রিকেট থেকে অবসর নিলেন মনোজ তিওয়ারি

বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ক্রিকেট কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণা করলেন মনোজ তিওয়ারি।

Manoj Tiwary Retirement : ক্রিকেট থেকে অবসর নিলেন মনোজ তিওয়ারি
Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 1:56 PM

কলকাতা : ব্যাট তুলে রাখলেন বাংলার কিংবদন্তি ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। ৩ অগস্ট, বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন। জাতীয় দলে তাঁর কেরিয়ার দীর্ঘ হয়নি। শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে। আইপিএলেও ব্রাত্য ছিলেন। মূলত বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতেন মনোজ। তবে বাংলার হয়ে রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হল না তাঁর। ২০০৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া মনোজ ২০২৩ সালে এসে ক্রিকেটকে বিদায় জানালেন। বর্তমানে ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতে মন দিয়েছেন। রাজ্যের মন্ত্রী তিনি। ব্যাট তুলে রাখার পর সেদিকেই পুরোপুরি মনোযোগ দেবেন মনোজ।  TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।

বাংলার হয়ে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। এরপর গত মরসুমের রঞ্জি ট্রফিতে মনোজকেই অধিনায়ক করা হয়। ভারতীয় এ দলে সুযোগ পাওয়ায় অভিমন্যু ঈশ্বরণকে নিয়মিত পাওয়া যাচ্ছিল না। তাঁর পরিবর্তে নেতৃত্বভার তুলে নিয়ে সিজনের শুরুতেই মনোজ বলেছিলেন, রঞ্জি জিতে অবসর নিতে চান। তাঁর নেতৃত্বে গত মরসুমে বাংলা দল রঞ্জির ফাইনালে ওঠে। শেষ ল্যাপে পৌঁছেও ট্রফি অধরা থেকে গিয়েছে মনোজের। বাংলা ফাইনাল হারলেও অবসর প্রসঙ্গ তোলেননি ৩৭ বছরের মনোজ। ৩ অগস্ট, বৃহস্পতিবার হঠাৎই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে অবসর ঘোষণা করলেন তিনি। তাঁর এই হঠাৎ অবসরে চমকে গিয়েছে বাংলার ক্রীড়ামহল। পোস্টের কমেন্ট বক্সে মনোজকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

বিরাট কোহলির সমসাময়িক ক্রিকেটার মনোজের ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাতীয় ওডিআই দলে অভিষেক হয়। ২০১১ সালে যুবরাজ সিংয়ের অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ডাক পান মনোজ। জাতীয় দলের হয়ে ১২টি ওডিআই ম্যাচ খেলেছেন। মোট রান ২৮৭। রয়েছে একটি শতরান এবং ১টি অর্ধশতরান। এছাড়া মেন ইন ব্লু জার্সিতে ৩টি টি ২০ ম্যাচও খেলেছেন মনোজ। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১০৪* রান করেছেন। ওডিআইতে বল হাতে ৫টি উইকেট রয়েছে তাঁর। জাতীয় দলের হয়ে কেরিয়ার দীর্ঘ না হলেও বাংলার ক্রিকেটে মনোজ তিওয়ারির অবদান অনস্বীকার্য। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১০ হাজারের কাছাকাছি রান রয়েছে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক অপরাজিত ৩০৩ রানের ইনিংস রয়েছে তাঁর।