India vs West Indies: ইডেনে দর্শক চেয়ে আবেদন সিএবির
Eden Gardens: গত বছর ২১ নভেম্বর ইডেনে অনুষ্ঠিত হয়েছে ভারত-নিউজিল্যান্ড টি-২০ ম্যাচ। করোনা পর্বে সে বারই প্রথম দর্শক নিয়ে খেলা হয়েছে ইডেনে। কিন্তু তারপর আবার করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে হয়েছে দেশকে।
কলকাতা: শুক্রবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) একদিনের সিরিজের শেষ ম্যাচ। তারপরই দুই দল চলে আসবে কলকাতায় (Kolkata)। ক্রিকেটের নন্দন কাননে হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ১৬ তারিখ প্রথম ম্যাচ। ইডেনে (Eden Gardens) অনুষ্ঠিত হতে চলা তিন ম্যাচের সিরিজে মাঠে দর্শক চাইছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। অনুমতি চেয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) কাছে আবেদন করছে সিএবি (CAB)। করোনার জন্য আমদাবাদে একদিনের সিরিজ হয়েছে দর্শক শূন্য স্টেডিয়ামে। কলকাতাতেও সেটাই হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর সিএবি সিদ্ধান্ত নিয়েছে, বোর্ডের কাছে আবেদন করার। রাজ্য সরকার বিধি নিষেধে বেশ কিছুটা ছাড় দিয়েছে। সেই নিয়ম অনুযায়ী ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৭৫ শতাংশ দর্শক গ্যালারিতে থাকতে পারেন।
বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সির বৈঠকের পর সিএবি বিবৃতিতে জানিয়েছে, “ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। সদস্যদের জানানো হচ্ছে যে, ইডেনে তিন ম্যাচের টি-২০ সিরিজে দর্শকদের মাঠে ঢুকতে দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে বোর্ডের কাছে। বোর্ডের নির্দেশের অপেক্ষায় আছি আমরা। আশা করি বোর্ডের পক্ষ থেকে ইতিবাচক উত্তর পাওয়া যাবে।”
গত বছর ২১ নভেম্বর ইডেনে অনুষ্ঠিত হয়েছে ভারত-নিউজিল্যান্ড টি-২০ ম্যাচ। করোনা পর্বে সে বারই প্রথম দর্শক নিয়ে খেলা হয়েছে ইডেনে। কিন্তু তারপর আবার করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে হয়েছে দেশকে। ওমিক্রোনের দাপটে আবার বন্ধ করতে হয়েছে খেলার মাঠে গ্যালারির দরজা। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আমাদের রাজ্যে সংক্রমণের হারও খুব কম। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে দর্শক প্রবেশের অনুমতি চাইছে সিএবি।
আরও পড়ুন: India vs West Indies: ‘ঋষভকে ফিনিশার হিসেবেই দেখা উচিত’, মত গাভাসকরের