ICC ODI World Cup 2023: ব্য়াট দিয়ে আঘাত বা লকারে ঘুষি, ক্রিকেটারদের জীবনের চোট পাওয়ার এই অজানা কাহিনিগুলো জানেন?

Ben Stokes: ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপে দল থেকে বাদ পড়েছিলেন ইংলিশ তারকা বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধ হেরে লকারে ঘুষি মেরে হাত ভেঙে ফেলেন তিনি। ফলে আর সে বার খেলতে পারেননি স্টোকস। পাঁচ বছর পর ঠিক এই ঘটনার পুনরাবৃত্তি ঘটান অস্ট্রেলিয়ান তারকা মিচেল মার্শ। এক ম্যাচে হেরে ড্রেসিং রুমের দেওয়ালে সজোরে আঘাত করে হাত ভাঙেন তিনিও।

ICC ODI World Cup 2023: ব্য়াট দিয়ে আঘাত বা লকারে ঘুষি, ক্রিকেটারদের জীবনের চোট পাওয়ার এই অজানা কাহিনিগুলো জানেন?
ক্রিকেটারদের চোট
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2023 | 7:30 AM

নয়া দিল্লি: খেলতে গেলে চোট লাগবেই, এমন কথা কমবেশি ছোট থেকেই সবাই আমরা শুনে থাকি। বাস্তবেও তা একেবারেই সত্যি। খেলার মাঠে চোটের গল্প নতুন নয়। চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট পাওয়া এগুলো প্লেয়ারদের জীবনে সাধারণ ঘটনা। তবে জানেন কি উদ্ভট ভঙ্গিতে অনেকসময় ক্রিকেটাররা চোট পেয়ে থাকেন? চলতি বিশ্বকাপের মঞ্চ মাতাচ্ছেন যে সব তারকারা তাঁদের ক্রিকেট কেরিয়ার ঘাটলেও পাওয়া যাবে এমন সব গল্প। কী সেই গল্প? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টি-২০ বিশ্বকাপের আগে পা ভেঙে বসেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। এক বন্ধুর ৫০ তম জন্মদিনের পার্টিতে গিয়ে এই ঘটনা ঘটে। এই কারণে সেই সময় মাঠের বাইরে কাটাতে হয় তাঁকে। চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে নজর কাড়ছেন কুইন্টন ডি কক।২০১৫-২০১৬ তে জোসেনবার্গে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট থেকে বাদ পড়েন তিনি। কারণ পোষ্যকে নিয়ে হাঁটতে বেড়িয়ে গোড়ালি মচকে যায় তাঁর। ইংলিশ ওপেনার জেসন রয়, নিজেকেই আঘাত করে বসেন। এক ম্য়াচে রাগ সামলাতে ব্যাট দিয়ে নিজেকে আঘাত করেন তিনি। ব্যাট দিয়ে মুখে আঘাত করার ফলে অস্ত্রোপচার পর্যন্ত হয়।

২০১৪ সালে টি-২০ বিশ্বকাপে দল থেকে বাদ পড়েছিলেন ইংলিশ তারকা বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধ হেরে লকারে ঘুষি মেরে হাত ভেঙে ফেলেন তিনি। ফলে আর সে বার খেলতে পারেননি স্টোকস। পাঁচ বছর পর ঠিক এই ঘটনার পুনরাবৃত্তি ঘটান অস্ট্রেলিয়ান তারকা মিচেল মার্শ। এক ম্যাচে হেরে ড্রেসিং রুমের দেওয়ালে সজোরে আঘাত করে হাত ভাঙেন তিনিও। চলতি বিশ্বকাপে নজরে রয়েছেন এই অজি তারকা।