ICC World Cup: ‘গ্যালারি থেকে খিলাড়ি!’ নিউজিল্যান্ডের নতুন তারকার এই কাহিনি জানেন?

Cricket World Cup 2023, Rachin Ravindra: রচিন রবীন্দ্র। রাচিন লিখলেও ভুল নয়। বরং সেটাই বোধ হয় লেখা যেত। কেন? তাঁর নামা রাখা হয়েছিল বিশ্ব ক্রিকেটের দুই সুপারস্টারের নাম থেকে! রাহুল দ্রাবিড়ের 'রা' এবং সচিন তেন্ডুলকরের 'চিন'। দুই মিলিয়ে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ট্রফি নিয়ে মাঠে ঢোকেন সচিন তেন্ডুলকর। যাঁকে এতদিন টেলিভিশনে দেখেছেন, খুব কাছ থেকে দেখার স্বপ্ন পূরণ হয়েছে রবীন্দ্রর। ব্যাটিংয়ের সময় হয়তো এটাও ভাবছিলেন, সচিন তো দেখছেন!

ICC World Cup: 'গ্যালারি থেকে খিলাড়ি!' নিউজিল্যান্ডের নতুন তারকার এই কাহিনি জানেন?
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 9:00 AM

কলকাতা: সেই রাতটা ভোলার কথা নয়। হয়তো তাই বাড়তি তাগিদ নিয়ে নেমেছিলেন! রচিন রবীন্দ্র। বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেঞ্চুরি। অধিনায়ক কেন উইলিয়ামসন ফুল ফিট থাকলে হয়তো একাদশে জায়গা হত না! এটা নিশ্চিত নয়। আপাতত এটুকু বলা যায়, উইলিয়ামসন ফিরলেও তাঁকে বাদ দেওয়া কঠিন। তাঁকে নিয়ে কেন এত আলোচনা! তাঁর উত্থান, নাম সবেতেই যেন গল্প রয়েছে। নানা কাহিনি লুকিয়ে রয়েছে। আমেদাবাদে যেমন অনবদ্য একটা ইনিংসে নিউজিল্যান্ডের জয়ে বড় ভূমিকা রাখলেন, তেমনই নিজের নামের প্রতিও সুবিচার করলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রচিন রবীন্দ্র। রাচিন লিখলেও ভুল নয়। বরং সেটাই বোধ হয় লেখা যেত। কেন? তাঁর নামা রাখা হয়েছিল বিশ্ব ক্রিকেটের দুই সুপারস্টারের নাম থেকে! রাহুল দ্রাবিড়ের ‘রা’ এবং সচিন-এর ‘চিন’। দুই মিলিয়ে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ট্রফি নিয়ে মাঠে ঢোকেন সচিন তেন্ডুলকর। যাঁকে এতদিন টেলিভিশনে দেখেছেন, খুব কাছ থেকে দেখার স্বপ্ন পূরণ হয়েছে রবীন্দ্রর। ব্যাটিংয়ের সময় হয়তো এটাও ভাবছিলেন, সচিন তো দেখছেন!

এ বার আসা যাক তাঁর ‘গ্যালারি থেকে খিলাড়ি’ হয়ে ওঠা প্রসঙ্গে। ২০১৯ সালের ১৪ জুলাই। লর্ডসে বিশ্বকাপ ফাইনালে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি নিউজিল্যান্ড। রচিন রবীন্দ্র তখন বেঙ্গালুরুতে। ভারতের সঙ্গে তাঁর ‘কানেকশন’ বাবার সৌজন্যেই। বাবার ক্রিকেট ক্লাব সংক্রান্ত কাজেই ভারতে এসেছিলেন। ১৪ জুলাই রাতে বেঙ্গালুরুর একটি পানশালায় ‘তাঁর দেশ’ নিউজিল্যান্ডের ফাইনাল দেখছিলেন। রুদ্ধশ্বাস একটা ম্যাচ উপভোগ করছিলেন। কিন্তু শেষটা যে সুখের হল না! নির্ধারিত সময়ে ম্যাচ টাই। সুপার ওভারও টাই! বাউন্ডারি নিয়মে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ট্রফির এত কাছ থেকে ফিরে আসা কারই বা হজম হয়! উঠতি ক্রিকেটার রচিন রবীন্দ্রর তখন স্বপ্ন, দেশের হয়ে তিনিও বিশ্বকাপ খেলবেন।

ফিরে আসা যাক বৃহস্পতিবার। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এ বার কিউয়ি দলের অংশ রচিন! ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বল হাতে নজর কাড়েন। লক্ষ্য ছিল ২৮৩ রানের। শুরুতেই উইল ইয়ংয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। লর্ডসের পুনরাবৃত্তি হবে না তো! ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে ২৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি। মাত্র ৯৬ বলে ১২৩ রানের অপরাজিত ইনিংস। নিউজিল্যান্ডের নতুন তারকা হয়ে উঠলেন।