ICC World Cup 2023: বিশ্বকাপে নামার আগে প্রবল চাপে ভারত, ডেঙ্গিতে আক্রান্ত এক তারকা ক্রিকেটার

ভারত এখনও বিশ্বকাপে নামেনি। রবিবার রোহিত শর্মাদের প্রথম ম্যাচ। চেন্নাইয়ে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত (India)। হাতে রয়েছে ১টা দিন। এরই মাঝে প্রবল চাপে ভারত। দলের এক তারকা ক্রিকেটারের ডেঙ্গি হয়েছে। যে কারণে ওই তারকা ক্রিকেটারকে সম্ভবত ভারতের প্রথম ম্যাচে নাও পাওয়া যেতে পারে।

ICC World Cup 2023: বিশ্বকাপে নামার আগে প্রবল চাপে ভারত, ডেঙ্গিতে আক্রান্ত এক তারকা ক্রিকেটার
ICC World Cup 2023: বিশ্বকাপ সফর শুরুর আগে চাপ ভারতীয় শিবিরে, ডেঙ্গি আক্রান্ত এক তারকা ক্রিকেটারImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 9:05 AM

চেন্নাই: দেশের মাটিতে বিশ্বকাপের (ICC World Cup 2023) বোধন হয়ে গিয়েছে। গতবারের চ্যাম্পিয়ন ও রানার্স টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল। কিউয়িরা জয় দিয়ে বিশ্বকাপ সফর শুরু করেছে। ভারত এখনও বিশ্বকাপে নামেনি। রবিবার রোহিত শর্মাদের প্রথম ম্যাচ। চেন্নাইয়ে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত (India)। হাতে রয়েছে ১টা দিন। এরই মাঝে প্রবল চাপে ভারত। শোনা যাচ্ছে ভারতীয় দলের এক তারকা ক্রিকেটারের ডেঙ্গি হয়েছে। যে কারণে ওই তারকা ক্রিকেটারকে সম্ভবত ভারতের প্রথম ম্যাচে নাও পাওয়া যেতে পারে। শহর থেকে মফঃস্বল, গ্রাম সর্বত্রই বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এ বার ভারতীয় শিবিরেও এই ডেঙ্গির (Dengue) জন্য মাথাব্যথা শুরু হয়ে গেল। মেন ইন ব্লুতে কে আক্রান্ত ডেঙ্গিতে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপ যাত্রা শুরুর আগে ভারতীয় শিবিরে কে আক্রান্ত ডেঙ্গিতে?

শোনা যাচ্ছে ভারতের তরুণ ওপেনার শুভমন গিলের ডেঙ্গি হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট শুভমন গিলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। তিনি সুস্থ না হলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবারের ম্যাচে তাঁকে নাও খেলতে দেখা যেতে পারে। আজ, শুক্রবার তাঁর বেশ কয়েকটি পরীক্ষা হবে। তারপর জানা যেতে পারে অজিদের বিরুদ্ধে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তাঁকে খেলতে দেখা যাবে কিনা।

রবিবারের আগে শুভমন গিল পুরোপুরি সুস্থ না হয়ে উঠলে রোহিত শর্মার সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ে দেখা যেতে পারে ঈশান কিষাণ কিংবা লোকেশ রাহুলকে। যদিও এক্ষেত্রে এগিয়ে থাকবেন ঈশান কিষাণ। কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডারে চায় কেএল রাহুলকে। তবে শুভমন গিলের একাদশে না থাকাটা ভারতকে কিছুটা হলেও চাপে ফেলতে পারে। চলতি বছরে দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন গিল। ২০২৩ সালে এখনও অবধি আন্তর্জাতিক এক দিনের ম্যাচে শুভমন গিল করেছেন ২০টি ইনিংসে ১২৩০ রান। তার মধ্যে রয়েছে ৫টি শতরান ও ৫টি অর্ধশতরান। এই পরিসংখ্যানই বলে দেয় পঞ্জাব তনয় এ বছর ক্রিকেটটা দারুণ উপভোগ করছেন এবং তার ফলও পাচ্ছেন।