CWC 2023: ৮৪০০ কিমি! বিশ্বকাপে যেন ভারত ভ্রমণে টিম ইন্ডিয়া…
Indian Cricket Team: সূচি এবং এত ট্র্যাভেলের জন্য যে প্লেয়াররা ম্যাচ খেলছেন, তাদের পক্ষে নেট সেশন করাও কঠিন হয়ে দাঁড়াবে। কেন না, দুটি ম্যাচের মাঝে সময় পাওয়া যাবে না। বেশির ভাগ ক্ষেত্রেই ঐচ্ছিক অনুশীলন থাকবে।
মুম্বই: দিনক্ষণ ঠিক, এ বার ক্রিকেটের মহাযুদ্ধ শুরু হওয়ার পালা। অক্টোবরের ৫ তারিখ শুরু হবে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। সব মিলিয়ে ১০টি ভেনুতে হবে বিশ্বকাপের ম্যাচ। দশ দলের বিশ্বকাপের ৮টি দল আগেই নিশ্চিত ছিল। বাকি দুটি স্থানের জন্য লড়াই চলছে জিম্বাবোয়েতে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ১০টি দেশ নেমেছিল। সেখান থেকে সুপার সিক্সে উঠেছে ছ’টি দল। তাদের মধ্যে থেকে দুটি দল ভারতে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের অভিযান শুরু হবে ৮ অক্টোবর। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। আর বিশ্বকাপের সূচি প্রকাশের পরই উঠে এসেছে একটি তথ্য। বিশ্বকাপে রোহিতদের যেন ভারত-ভ্রমণও হতে চলেছে। কীভাবে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দশ দলের টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন ভিত্তিতে। অর্থাৎ প্রতিটি দল এক বার পরস্পরের মুখোমুখি হবে। লিগ পর্বে ৯টি ম্যাচ। সেরা চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। তারপর ফাইনালে দু-দল। ফাইনাল অবধি যাওয়া দল খেলবে বাড়তি দুটি ম্যাচ। ভারতীয় দল লিগ পর্বের ৯টি ম্যাচ খেলবে ভিন্ন শহরে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ট্রাভেল করতে হবে ভারতীয় দলকেই। সব মিলিয়ে লিগ পর্বেই প্রায় ৮৪০০ কিমি ট্র্যাভেল! সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে ৪২ দিনে ১১টি ম্যাচের জন্য ৯৭০০ কিমি ট্র্যাভেল করতে হবে।
লিগ পর্বে ৩৪ দিনেই ৮৪০০ কিমি দূরত্ব কভার করবে ভারতীয় দল। যা কম নয়। ভারতের ম্যাচগুলি ডে-নাইট। ম্যাচ শেষ হতে অন্তত রাত ১১টা। একটা ম্যাচ শেষ হতে না হতেই পরদিন বিমান ধরার প্রস্তুতি নিতে হবে। ভারতীয় দল ঘরের মাঠে খেললে সাধারণত চার্টার্ড ফ্লাইটে যাওয়া আসা করে। ফলে অনেকটা সময় বেঁচে যায়। বিশ্বকাপে ভারত একমাত্র দল যারা লিগের ৯টি ম্যাচই ভিন্ন শহরে খেলবে। বাকি বেশির ভাগ দলই অন্তত এক শহরে দুটি ম্যাচ খেলবে।
বিষয়টি আরও একটু ভালো ভাবে দেখা যাক, ভারত প্রথম ম্যাচ খেলবে চেন্নাইতে। এরপর চেন্নাই থেকে দিল্লি (১৭৬১ কিমি), দিল্লি থেকে আমেদাবাদ (৭৭৫ কিমি), আমেদাবাদ থেকে পুনে (৫১৬ কিমি), পুনে থেকে ধরমশালা (১৯৩৬ কিমি), ধরমশালা থেকে লখনউ (৭৪৮ কিমি), লখনউ থেকে মুম্বই (১১৯০ কিমি), মুম্বই থেকে কলকাতা (১৬৫২ কিমি) এবং কলকাতা থেকে বেঙ্গালুরু (১৫৪৪ কিমি)। হিসেবটা দাঁড়াচ্ছে ৮৩৬১ কিমি।
বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘দেশের মাটিতে বিশ্বকাপ। কোনও রাজ্য সমস্থাকেই তো অবহেলা করা যায় না। প্রতিটা শহরের মানুষই চাইবে ভারতের খেলা দেখতে। বিষয়টা জটিল হলেও এমনটাই হওয়ার ছিল।’ সূচি এবং এত ট্র্যাভেলের জন্য যে প্লেয়াররা ম্যাচ খেলছেন, তাদের পক্ষে নেট সেশন করাও কঠিন হয়ে দাঁড়াবে। কেন না, দুটি ম্যাচের মাঝে সময় পাওয়া যাবে না। বেশির ভাগ ক্ষেত্রেই ঐচ্ছিক অনুশীলন থাকবে।