ICC World Cup, IND vs PAK: পাকিস্তান ম্যাচের আগে টিমকে রোহিতের বিশেষ বার্তা
ICC World Cup 2023, Rohit Sharma: এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্রী দুই দেশ। প্রায় লক্ষাধিক সমর্থক উপস্থিতির কথা। এমন একটা ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান যেমন স্নায়ুর চাপে ভুগবে, তেমনই ভারতীয় দলও প্রত্যাশার চাপে। পাকিস্তান টিমের প্রত্যেকেই ভারতে প্রথম বার খেলছেন। ভারতীয় দলে এমন একঝাঁক তরুণ ক্রিকেটার রয়েছে, যাঁদের এটাই প্রথম বিশ্বকাপ। শনিবারের ম্যাচ নিয়ে টিমকে বিশেষ বার্তা ভারত অধিনায়ক রোহিত শর্মার।
নয়াদিল্লি: বিশ্বকাপের শুরুতে অল্পের জন্য হোঁচট খাওয়া থেকে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি এবং লোকেশ রাহুল জুটির সৌজন্যে হাসি মুখেই মাঠ ছাড়তে পেরেছে ভারত। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটের বড় ব্যবধানে জয়। বিশ্বকাপের ‘আসল’ ম্যাচটা এ বার। শনিবার ভারত-পাকিস্তান। এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। প্রায় লক্ষাধিক সমর্থক উপস্থিতির কথা। এমন একটা ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান যেমন স্নায়ুর চাপে ভুগবে, তেমনই ভারতীয় দলও প্রত্যাশার চাপে। পাকিস্তান টিমের প্রত্যেকেই ভারতে প্রথম বার খেলছেন। ভারতীয় দলে এমন একঝাঁক তরুণ ক্রিকেটার রয়েছে, যাঁদের এটাই প্রথম বিশ্বকাপ। শনিবারের ম্যাচ নিয়ে টিমকে বিশেষ বার্তা ভারত অধিনায়ক রোহিত শর্মার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আফগানিস্তানের বিরুদ্ধে লক্ষ্য ছিল ২৭৩। রোহিতের বিধ্বংসী ইনিংস এবং ঈশান, বিরাটদের অবদানে ১৫ ওভার বাকি থাকতেই জয় ভারতের। শনিবার পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচ নিয়ে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত বলেন, ‘আমাদের জন্য দারুণ জয়। টুর্নামেন্টের শুরুটা ভালো হওয়া খুবই জরুরি। আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ, মাঠের বাইরের কোনও চাপ যাতে দলের অন্দরে না থাকে। যে বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, শুধু সেগুলোর ওপরই ফোকাস করতে হবে। পিচের চরিত্র বোঝা, সেই অনুযায়ী কোন কম্বিনেশন খেলানো যায়, এগুলো আমাদের নিয়ন্ত্রণে। প্লেয়ার হিসেবে আমাদের যা সাধ্য, সেদিকেই ফোকাস করব।’
এই নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলছেন রোহিত। চাপ সামলানোই যে সাফল্যের চাবি, রোহিতের মুখে সেই কথাই। চেন্নাইতে যেটা করে দেখিয়েছে টিম। মাত্র ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ রানে ৩ উইকেটে হারানো থেকে বিপর্যয়ের সম্ভাবনাও ছিল। চাপ সামলে দলের ভিত মজবুত করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। সেই প্রসঙ্গ টেনেই রোহিত বলেন, ‘টিমে এমন প্লেয়ারদেরই রাখা হয়েছে, যারা ভয়ডরহীন খেলতে পারবে, চাপ সামলাতে পারবে, যেমনটা চেন্নাই ম্যাচে হয়েছিল। মাঠে নেমে চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল কাজ।’