ICC World Cup: চেন্নাইয়ের চমৎকার পার্টনারশিপ নিয়ে অনেক তথ্য ফাঁস কোহলি-রাহুলের
ICC World Cup 2023, Virat Kohli-KL Rahul:লোকেশ রাহুল আরও ভালো ভাবে ম্যাচের প্রতিটা মুহূর্ত মনে রেখেছেন। ধারাভাষ্যকাররা যেমন প্রতিটা বলের বিবরণ দেন, কার্যত সে ভাবেই বিরাটকে তাঁর 'গেমপ্ল্যান' প্রসঙ্গে বললেন রাহুল। ইনিংস শুরু হতেই কত বড় ধাক্কা খেয়েছিলেন, সেটাও স্বীকার করতে ভুললেন না। রাহুলের কথায়, 'এমনটা একেবারেই প্রত্যাশা করি। শুরুতে উইকেট পড়তেই পারে। তা বলে এ ভাবে!'
কলকাতা: অস্ট্রেলিয়া এবং চেন্নাই পর্বের পর কেটে গিয়েছে অনেকটা সময়। মুহূর্তগুলো যেন ভুলতে পারেননি লোকেশ রাহুল ও বিরাট কোহলি। দলে জায়গা পাওয়া নিয়েও অনেক সমালোচনা সামলাতে হয়েছে রাহুলকে। আর বিরাট কোহলি! প্রায় তিন বছর সেঞ্চুরি না পাওয়ায় তাঁকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকেই। আর বিশ্বকাপের প্রথম ম্যাচে এই জুটিই খাদের কিনার থেকে টেনে তুলেছে টিমকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইতে চমৎকার জুটিতে ম্যাচ জিতিয়েছেন। দিল্লি পৌঁছেছে টিম। চেন্নাইয়ের মুহূর্তগুলো সঙ্গে রয়ে গিয়েছে। নিজেদের মধ্যে আলোচনায় অনেক তথ্যই উঠে এল। কী বললেন বিরাট-রাহুল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অজিদের বিরুদ্ধে ম্যাচ জেতানো জুটিকে নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রাহুলকে প্রশ্ন করছেন বিরাট, আবার উল্টোটাও। চিপকে অজিদের বিরুদ্ধে লক্ষ্য ছিল ২০০। মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল দল। এমন সময় ত্রাতার ভূমিকায় এই জুটি। রাহুলকে বিরাট কোহলি বলছেন, ‘এই ইনিংস কিন্তু আমাদের দু-জনকেই সনাতন ক্রিকেট খেলতে সাহায্য করেছে। ওই পরিস্থিতি আমাদের শিখিয়েছে, ভুল করা চলবে না। স্ট্রাইকও রোটেট করতে হবে। আমাদের জুটির সারমর্ম হতে পারে, বোর্ডে কত রান রয়েছে না দেখে, প্রতিটা বল ধরে খেলতে হয়। কত বলে কত রান করেছি, সত্যিই এর কোনও গুরুত্ব নেই। খাদের কিনারায় থাকলে কী ভাবে লড়াই চালিয়ে যেতে হয় শিখেছি।’
রাহুল আরও ভালো ভাবে প্রতিটা মুহূর্ত মনে রেখেছেন। ধারাভাষ্যকাররা যেমন প্রতিটা বলের বিবরণ দেন, কার্যত সে ভাবেই বিরাটকে তাঁর ‘গেমপ্ল্যান’ প্রসঙ্গে বললেন রাহুল। ইনিংস শুরু হতেই কত বড় ধাক্কা খেয়েছিলেন, সেটাও স্বীকার করতে ভুললেন না। রাহুলের কথায়, ‘এমনটা একেবারেই প্রত্যাশা করি। শুরুতে উইকেট পড়তেই পারে। তা বলে এ ভাবে! আমি স্নান সেরে বেরিয়ে বসেছি। ঈশান আউট হয়ে গেল। দ্রুত রেডি হওয়া শুরু করলাম। প্যাড পরার আগেই দেখি রোহিতও আউট। ভাবলাম, ঠিক আছে, শ্রেয়স কিছুক্ষণ খেলবে, আমি রেডি হই। অন্তত দু-ওভার তো সময় পাব। আমি প্যাড পরছিলাম। বুঝতেও পারিনি শ্রেয়স কখন আউট হল। কোনওরকমে রেডি হয়ে নামতে হল।’
সেই মুহূর্তে ঠিক কী মনে হয়েছিল? কোহলির কাছে রাহুল আরও খোলসা করেন, ‘আমার পরিষ্কার মনে হয়েছিল, প্রথম দশ ওভার টেস্ট খেলতে হবে। এমন পরিস্থিতিতে আমরা আগেও খেলেছি। আর টেস্টে ওপেন করার সৌজন্যে, এই পরিস্থিতি কী ভাবে সামলাতে হয়, অভিজ্ঞতাও রয়েছে। তবে তুমি কিছু শট খেলায় আমি রান নিয়ে চিন্তিত ছিলাম না। জানতাম, ওরা লুজ বল করলে শাস্তি দেবেই।’ বিরাটকেও কৃতিত্ব দিতে ভুললেন না রাহুল।