KKR, IPL 2023: কেকেআর ছেড়ে অন্য ঠিকানায়? মিস্ট্রি স্পিনারকে নিয়ে রহস্য
Sunil Narine : ২০১২ থেকে সুনীল নারিন কেকেআরের (KKR) সদস্য। তিনি নাইটদের হয়ে দু'বার আইপিএল ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। সেই নারিন গত কয়েক বছর ধরে ভালো আইপিএলে পারফর্ম করতে পারছেন না।
কলকাতা : কেকেআরের (KKR) ম্যাচ উইনার তিনি। বছরের পর বছর ধরে নাইটদের জয়ের অন্যতম কারিগর ছিলেন। সেই তিনিই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত কয়েক মরসুমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। কথা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার সুনীল নারিনকে (Sunil Narine) নিয়ে। তিনি এ বারের আইপিএলেও (IPL 2023) নিস্প্রভ। যদিও নাইটদের এই মিস্ট্রি স্পিনারকে এখনও খেলাচ্ছে কেকেআর। কিন্তু আগের নারিনকে আর ২২ গজে দেখা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন গঙ্গা মনে করেন, এখনও আগের মতোই তীক্ষ্ণ রয়েছেন নারিন। তা হলে আসল সমস্যাটা কোথায়? কেন নারিন আগের মতো আর বিধ্বংসী বোলিং বা ব্যাটিং করতে পারছেন না? তা হলে কি কেকেআরে তাঁর সময় ফুরিয়ে এসেছে? প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন তাঁকে আইপিএলে দল বদলের প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে দল সাফল্য পাচ্ছে না বলে নারিনও চাপে পড়েছেন। নাইট মিস্ট্রি স্পিনারকে নিয়ে আর কী কী বললেন ড্যারেন গঙ্গা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০১২ থেকে সুনীল নারিন কেকেআরের সদস্য। তিনি নাইটদের হয়ে দু’বার আইপিএল ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। সম্প্রতি প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন গঙ্গা বলেন, ‘বোলিং অ্যাকশনে বদল আনার পর নিজের পুরোনো ফর্ম ফিরে পাওয়াটা নারিনের কাছে চ্যালেঞ্জের। ওকে বার বার বোলিং অ্যাকশনে বদল আনতে হয়েছে। এর জন্য ওকে বেশ কয়েকবার সতর্কও করা হয়েছে। এই জন্যই ওকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতেও হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কিন্তু আমার কাছে সুনীল নারিন এখনও দলের অন্যতম সম্পদ। হয়তো ফ্র্যাঞ্চাইজি বদলে নিলে নারিন পুরোনো ফর্ম ফিরে পেতে পারে। কে জানে?’
অফ ফর্মে থাকা নারিনের পাশে দাঁড়িয়ে গঙ্গা জানান কেকেআরের একাদশে তিনজন স্পিনার থাকছে। সকলেই যে প্রতিদিন একইসঙ্গে দারুণ বোলিং করবেন, এমনটা প্রত্যাশা না করাটাই ভালো। এই প্রসঙ্গে ড্যারেন বলেন, ‘কেকেআরে সুনীল নারিনের সঙ্গেই আরও দু’জন স্পিনার রয়েছে। এই পরিস্থিতি আগে ছিল না। মূলত ও আগে বরুণ চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে বোলিং করত। এখন সুয়াশ শর্মাও রয়েছে। আর যেটা সুনীলের কাছে আরও চ্যালেঞ্জ নিয়ে এসেছে।’
গঙ্গা জানান নারিনের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি বলেন, ‘ওর সঙ্গে আমার কথা হয়েছিল। সত্যি বলতে দলগত সাফল্যের অভাব নারিনের ওপর আরও চাপ তৈরি করেছে। অনেকক্ষেত্রে নারিনকে এই পরিস্থিতিতে অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে হচ্ছে আর সেটা হচ্ছে যেখানে পিচ পুরোপুরি ব্যাটিং সহায়ক। আইপিএলে কলকাতার ইডেন অন্যতম ব্যাটিং সহায়ক পিচ। এমন পিচে ওকে বোলিং করতে হচ্ছে সেই স্পিনারদের সঙ্গে জুটি বেঁধে যাঁরা দারুণ সফল। উইকেট নেওয়ার ক্ষেত্রে পাঁচ বোলারের তিনজনই স্পিনার হলে কোনও না কোনও স্পিনার সেভাবে পারফর্ম করতে পারবে না। ও ইকোনমি রেট বরুণ, সুয়াশের মতই। ওরা বরং সুনীলের উপস্থিতিতে নিজেদের আরও ভালো ভাবে তুলে ধরতে পারছে।’