WTC Final 2023 : ওভালে ফের ‘লর্ড’ শার্দূল, ভয়ঙ্কর হয়ে ওঠা ওয়ার্নারকে ফিরিয়ে দিলেন স্বস্তি
২০২১ সালে এই ওভালেই ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন শার্দূল ঠাকুর। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসেই অর্ধশতরান ও তিনটি উইকেট নেন।
লন্ডন: দ্য ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final 2023) শুরুতেই অস্ট্রেলিয়াকে থমকে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। তাঁর জন্যই সূচনাটা মনের মতো হল না অজিদের। ওভালের গ্রিন টপে টস জিতে প্যাট কামিন্সদের প্রথম ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত যে সঠিক তা চতুর্থ ওভার থেকে প্রমাণিত হয়েছে। হায়দরাবাদের পেসার ৩.৪ ওভারে ফেরান উসমান খোয়াজাকে। অজি ওপেনার তখনও খাতা খোলেননি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চ থেকে বিধ্বংসী অজি ওপেনারকে শূন্য রানে ফিরিয়ে বড় ধাক্কা দেন। প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা লড়াই দিতে শুরু করেছিল ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন জুটি। তবে লাঞ্চ বিরতির আগে ওয়ার্নারকে আগেই ফিরিয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ধাক্কা দিলেন শার্দূল ঠাকুর। অর্ধশতরানের আগেই ফেরেন ওয়ার্নার (৬০ বলে ৪৩)। লাঞ্চ বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ২৩ ওভারে ৭২-২। মার্নাস লাবুশেন ২৬ ও স্টিভ স্মিথ ২ রানে ব্যাট করছেন। ম্যাচের বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
২০২১ সালে এই ওভালেই ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন শার্দূল ঠাকুর। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসেই অর্ধশতরান ও তিনটি উইকেট নেন। বছর দুয়েক পর ওভালে লর্ড শার্দূলের ম্যাজিক দেখার অপেক্ষা ছিল। প্রথম দিনের প্রথম সেশনেই অপেক্ষার অবসান ঘটালেন শার্দূল। রোহিতদের উপর চাপ বাড়াচ্ছিল ডেভিড ওয়ার্নার-মার্নাস লাবুশেন জুটি। ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা ডেভিড ওয়ার্নারকে লাঞ্চের আগেই ফিরিয়ে ভারতীয় শিবিরে স্বস্তি এনে দিলেন। ১৫তম ওভারে উমেশ যাদবের বলে চারটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন ওয়ার্নার। শেষমেশ ফিরলেন ৪৩ রানে। লাবুশেনের সঙ্গে ৬৯ রানের পার্টনারশিপ। এদিন টসের সময় ক্যাপ্টেন রোহিত শর্মা ঘোষণা করেন, চার পেসার নিয়ে নামছে ভারত। বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চারিদিকে হইচই পড়ে যায়। বিশ্বের ১ নম্বর টেস্ট বোলারকে কেন বাদ দেওয়া হল? রোহিত বলেন, সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল, তবে পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্ত।
ওভালে দ্বিতীয় সেশন থেকে ভারতীয় বোলারদের পরীক্ষা শুরু হবে। প্রথম ঘণ্টা পেরিয়ে যাওয়া মানে পিচের আর্দ্রতা চলে যাওয়া। পরের সেশনে পেসাররা খুব একটা সাহায্য পাবে না। কারণ ডিউক বল নরম হতে সময় লাগে। ওভালে এখন কড়া রোদ। যা ব্যাটিংয়ের জন্য খুব ভালো। লাবুশেন দেড় ঘণ্টা ক্রিজে কাটিয়ে ফেলেছেন। সঙ্গে রয়েছেন স্টিভ স্মিথ। এই সময়টা অস্ট্রেলিয়ার কাছে রান তোলার দারুণ সুযোগ। অন্যদিকে ভারতীয় বোলারদের কাছে স্মিথ ও লাবুশেনকে আটকানোই চ্যালেঞ্জ।