IPL 2021: বায়ো বাবল নিয়ে এ বার মুখ খুললেন রিকি পন্টিং
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বাবলের সুরক্ষা মান নিয়ে কোনও প্রশ্ন তোলেননি।
নয়াদিল্লি: সারা দেশ জুড়ে করোনার (COVID-19) আতঙ্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। সব সময় শুধু করোনা আক্রান্তের খবর। মৃতের সংখ্যাটাও নেহাত কম নয়। সব কিছুর মধ্যেই কিন্তু চলছে আইপিএল (IPL)। আর তা চলা নিয়েও কম জলঘোলা হচ্ছে না। জৈব সুরক্ষা বলয়ের (Bio Bubble) মধ্যে থেকেই ক্রিকেটাররা চালিয়ে যাচ্ছেন টুর্নামেন্ট। শুধু ক্রিকেটার বললে ভুল হবে। আইপিএলের সঙ্গে যুক্ত সকল ব্যাক্তিরাই এক জায়গার বাবল থেকে পৌঁছে যাচ্ছেন অন্য জায়গায় বাবলে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কোচ রিকি পন্টিং (Ricky Ponting) মেনে নিয়েছেন, এখন আইপিএলের সঙ্গে যুক্ত ব্যাক্তিরাই সব থেকে নিরাপদে আছেন। কারণ একটাই। জৈব সুরক্ষা বলয়।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বাবলের সুরক্ষা মান নিয়ে কোনও প্রশ্ন তোলেননি। অন্যদিকে আরসিবির অ্যাডাম জাম্পা দেশে ফিরেই ভারতের বায়ো বাবলের মান নিয়ে সমালোচনা করেছেন। গত বার আমিরশাহির জৈব সুরক্ষা বলয়ে ছিলেন তিনি। ওই বলয়কে এগিয়ে রেখেছেন জাম্পা। তাঁর কাটানো বলয়ের মধ্যে ভারতের বলয়কে সবথেকে খারাপও বলেছেন অজি স্পিনার। কিন্তু দিল্লির কোচ পন্টিংয়ের মুখে অন্য সুর। তিনি জানিয়েছেন, বিসিসিআইয়ের আয়োজিত জৈব সুরক্ষা বলয় সত্যিই সুরক্ষিত। অন্তত তিনি সেখানে থেকে এমনটাই মনে করছেন। পন্টিং আরও বলেছেন, “আমরা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে নিরাপদেই আছি। আমি মনে করি, এই কঠিন সময়ে আইপিএল মানুষকে কিছুটা স্বস্তি এনে দিতে পারছে। বাবলের বাইরে যারা রয়েছেন, আশা করি তারা সুরক্ষিত আছেন। আমরা এভাবেই খেলা চালিয়ে আপনাদের কিছুটা হলেও স্বস্তি দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।”
“I think cricket, can still bring joy to a lot of people” ?
Head coach @RickyPonting spoke about the current situation outside the bubble ??
P.S. We urge everyone to stay at home and wear double masks at all times when stepping out. #YehHaiNayiDilli #DCAllAccess @OctaFX pic.twitter.com/UB9shvrXGk
— Delhi Capitals (Stay Home. Wear Double Masks?) (@DelhiCapitals) April 28, 2021
দিল্লি ক্যাপিটালসের এক ভিডিয়োতে এই বার্তাই দিয়েছেন তাদের হেড কোচ। এ ছাড়াও পন্টিং সকলকে বাড়িতে থাকার কথা বলেছেন। পাশাপাশি কোনও কাজে বাইরে গেলে ডাবল মাস্ক পরার পরামর্শও দিয়েছেন অজি তারকা ক্রিকেটার।