Deodhar Trophy: অনবদ্য ইনিংসে ওয়েস্ট জোনকে জেতালেন শিবম দুবে
Deodhar Trophy 2023: পঞ্চম উইকেটে ১৩৮ রানের পার্টনারশিপ গড়ে তারা। শেষ অবধি ৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে ওয়েস্ট জোন।
দেওধর ট্রফিতে নর্থ জোনকে হারাল ওয়েস্ট জোন। দল গত খেলাতে চোখ ধাঁধানো একটা ইনিংস চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার শিবম দুবের। আইপিএলের ১৬তম সংস্করণে প্রশংসনীয় পারফরম্যান্স করেছেন শিবম। দেওধর ট্রফি ওয়ান ডে টুর্নামেন্টেও নজর কাড়লেন। তাঁর অপরাজিত ইনিংস এবং কথন প্যাটেলের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট জোন জিতল ৬ উইকেটে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নর্থ জোনের অধিনায়ক নীতীশ রানা। হিমাংশু রানা, নীতীশ রানা এবং শুভম রোহিলা অর্ধশতরান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৯ রান করে নর্থ জোন। শামস মুলানি তিন উইকেট নেন। এ ছাড়াও রাজবর্ধন হাঙ্গারকেকর, সরফরাজ খান এবং রাহুল ত্রিপাঠি ১টি করে উইকেট নেন। গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দিয়েছিলেন সরফরাজই। অর্ধশতরান করা হিমাংশু রানাকে ফিরিয়েছিলেন। শেষ পর্যন্ত এই উইকেট খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল।
রান তাড়ায় ওপেনার হার্ভিক দেশাই অর্ধশতরান করেন। যদিও তাঁর ওপেনিং সঙ্গী অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল ফেরেন মাত্র ১৪ রানেই। রাহুল ত্রিপাঠিকে বোল্ড করে বড় ব্রেক থ্রু দেন মায়াঙ্ক যাদব। অধিনায়ক নীতীশ রানা ফেরান সামর্থ ব্যসকে। হার্ভিক দেশাইকে ডিরেক্ট থ্রোয়ে রান আউট করেন হিমাংশু রানা। ১২২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ছিল ওয়েস্ট জোন। ওভার প্রতি প্রয়োজনীয় রান রেট ৬-এর আশেপাশে। ওয়েস্ট জোনের একটা বড় পার্টনারশিপ প্রয়োজন ছিল। সেটাই করে দেখান শিবম দুবে ও কথন প্যাটেল।
পঞ্চম উইকেটে ১৩৮ রানের পার্টনারশিপ গড়ে তারা। শেষ অবধি ৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে ওয়েস্ট জোন। শিবম দুবে অপরাজিত ৮৩ এবং কথন প্যাটেল ৬৩ রানে অপরাজিত থাকেন। ম্যাচ শেষে শিবম দুবে বলেন, ‘স্পিনারদের বিরুদ্ধে আমার একটু সমস্যা হচ্ছিল। কথন দারুণ খেলেন। ওর জন্য আমার চাপ কমেছে। সে কারণেই একটা ভালো ইনিংস খেলতে পেরেছি।’