IND vs ENG: ভরত নেই ভারতে? রাজকোটে টেস্ট অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের
দেশের হয়ে এখনও অবধি বিশাখাপত্তনমের উইকেটকিপার ব্যাটার খেলেছেন ৭টি টেস্ট। তাতে আহামরি পারফর্ম করতে পারেননি। হায়দরাবাদ টেস্টের পর যে কারণে বার বার প্রশ্ন উঠছিল ভাইজ্যাগে কেন তিনিই উইকেটকিপারের ভূমিকায় রয়েছেন। হোমগ্রাউন্ডে ভরত নজর কাড়তে পারেননি। যে কারণে রাজকোট টেস্টে তাঁর বাদ পড়ার সম্ভবনা প্রবল হয়েছে।
কলকাতা: ভাইজ্যাগ টেস্টে যে একাদশ নিয়ে বেন স্টোকসদের হারিয়েছিলেন রোহিত শর্মারা, সেই একই টিম থাকছে না রাজকোট টেস্টে। সবকিছু ঠিকঠাক থাকলে রাজকোট টেস্টে (Test Cricket) ডেবিউ ক্যাপ পেতে চলেছেন উত্তরপ্রদেশের ২৩ বছরের উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel)। সূত্রের খবর, তিনি জায়গা নিতে চলেছেন কেএস ভরতের (KS Bharat)। দেশের হয়ে এখনও অবধি বিশাখাপত্তনমের উইকেটকিপার ব্যাটার খেলেছেন ৭টি টেস্ট। তাতে আহামরি পারফর্ম করতে পারেননি। হায়দরাবাদ টেস্টের পর যে কারণে বার বার প্রশ্ন উঠছিল ভাইজ্যাগে কেন তিনিই উইকেটকিপারের ভূমিকায় রয়েছেন। হোমগ্রাউন্ডে ভরত নজর কাড়তে পারেননি। যে কারণে রাজকোট টেস্টে তাঁর বাদ পড়ার সম্ভবনা প্রবল হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভরতে ভরসা রাখতে পারছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যে কারণে তাঁর জায়গায় ধ্রুবকে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। বিসিসিআইয়ের এক সূত্রের খবর, ‘ভরতের ব্যাটিং এবং কিপিং কোনওটাই সেই অর্থে নজরকাড়া হয়নি। তিনি সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। জুরেল প্রতিভাবান। ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। উত্তরপ্রদেশ, ইন্ডিয়া এ ও আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ভালো পারফর্ম করেছে। ফলে যদি রাজকোট টেস্টে ধ্রুবর টেস্ট ডেবিউ হয়, তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।’
টেস্টে ভরতের পারফরম্যান্সে নজর দিলে দেখা যাবে, দেশের হয়ে ৭টি টেস্টে ২২১ রান করেছেন তিনি। গড় ২০.০৯, স্ট্রাইক রেট ৫২.৯৯। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে তিনি করেছেন যথাক্রমে ৪১, ২৮, ১৭ ও ৬ রান। হায়দরাবাদ টেস্টে ৪টি ক্যাচ নিয়েছিলেন এবং ভাইজ্যাগে ২টি। এই টেস্ট সিরিজের আগে ভরত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছিলেন। সেখানে তিনি ওভালে ২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ও ২৩ রান করেছিলেন। ভরতের বদলে যে ধ্রুব জুরেলকে রাজকোটে দেখা যেতে পারে তিনি উত্তরপ্রদেশের হয়ে ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৯০ রান করেছেন। গড় ৪৬.৪৭ এবং স্ট্রাইক রেট ৫৬.৬৩।