IPL 2024: রঞ্জি ক্রিকেট খেলতেই হবে, ঈশানদের কড়া বার্তা বোর্ডের

ঘরোয়া ক্রিকেট কি গুরুত্ব হারাচ্ছে? রঞ্জি ট্রফি খেলার দরকার নেই? শুধু আইপিএল খেললেই হল? তিনটে স্বতন্ত্র প্রশ্ন নিয়ে জেরবার ভারতীয় ক্রিকেট বোর্ড। এতটাই যে, বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, শুভমন গিল থেকে ধ্রুব জুরেল, জাতীয় টিমের সমস্ত ক্রিকেটারদের বার্তা পাঠানো হয়েছে, আইপিএলই সব নয়।

IPL 2024: রঞ্জি ক্রিকেট খেলতেই হবে, ঈশানদের কড়া বার্তা বোর্ডের
রঞ্জি ক্রিকেট খেলতেই হবে, ঈশানদের কড়া বার্তা বোর্ডেরImage Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2024 | 1:55 PM

কলকাতা: ঘরোয়া ক্রিকেট কি গুরুত্ব হারাচ্ছে? রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলার দরকার নেই? শুধু আইপিএল খেললেই হল? তিনটে স্বতন্ত্র প্রশ্ন নিয়ে জেরবার ভারতীয় ক্রিকেট বোর্ড। এতটাই যে, বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, শুভমন গিল থেকে ধ্রুব জুরেল, জাতীয় টিমের সমস্ত ক্রিকেটারদের বার্তা পাঠানো হয়েছে, আইপিএলই সব নয়। ঘরোয়া ক্রিকেটে ফোকাস করতে হবে। কেন হঠাৎ রঞ্জি বা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট গুরুত্ব হারাচ্ছে? নতুন প্রজন্মের তো বটেই তারকা ক্রিকেটাররা বুঝে গিয়েছেন, আইপিএলে পারফর্ম করতে পারলে জাতীয় টিমের দরজা সহজে খুলে ফেলা যাবে। তাই রঞ্জি বদলে আইপিএলের দিকে তাকিয়ে নিজেদের প্রস্তুতি সারছেন ক্রিকেটাররা। যা বেশ ভাবিয়ে তুলেছে বিসিসিআইকে। এতে যে ভারতীয় টিমের টেস্ট ভবিষ্যৎ বেশ অন্ধকারে, তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারওরই। নতুন প্রজন্মে কী ঘটছে?

এই পুরো ব্যাপারটা বোর্ডের নজরে এসেছে ঈশান কিষাণ কাণ্ডের পর। দলে সুযোগ না পেয়ে জাতীয় টিম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ভারতীয় টিমের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, রঞ্জি ট্রফির ম্যাচ খেলে জাতীয় টিমে ফিরতে হবে তাঁকে। কিন্তু রঞ্জি মরসুম শুরু হওয়ার মুখে ঝাড়খণ্ডের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু ফোনে তাঁকে পাওয়া যায়নি। দীর্ঘদিন নীরব থাকার পর হঠাৎই হার্দিক পান্ডিয়ার সঙ্গে ট্রেনিংয়ের ছবি পোস্ট করেন। দ্রাবিড় পরামর্শ দিলেও ঈশান কেন রঞ্জি খেলছেন না, তা নিয়ে কথা উঠে গিয়েছে।

টাইমস অফ ইন্ডিয়াকে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে সমস্ত ক্রিকেটারদের বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হবে, রাজ্য টিমের হয়ে প্রত্যেককে রঞ্জি ট্রফিতে খেলতে হবে। চোট আঘাতের কারণে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকলে তারা ছাড় পাবে। এ ছাড়া জাতীয় টিমের খেলা না থাকলে প্রত্যেককে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে হবে।’

শুধু ঈশান নন, আইপিএল মোডে চলে গিয়েছেন অনেকেই। যদিও বোর্ড কারও নাম করেনি। কিন্তু তরুণ প্রজন্মের এই মনোভাব একেবারেই মানতে পারছে না বিসিসিআই। সেই কারণেই কড়া বার্তা দেওয়া হচ্ছে।