3 Stumps in Cricket : ২টি বা ৪টি নয় কেন, ক্রিকেটে ৩টি স্টাম্প ব্যবহারের কারণ জানেন?

Cricket: ক্রিকেট সকল সরঞ্জামের মধ্যে ব্যাট-বল তো নজর কাড়েই। আর মাঠের মধ্যে এমন একটি বস্তু থাকে, যাতে থাকে সকলের নজর। সেটি হল স্টাম্প। কিন্তু আপনি কি জানেন ক্রিকেট খেলায় কেন ৩টি স্টাম্প ব্যবহার করা হয়?

3 Stumps in Cricket : ২টি বা ৪টি নয় কেন, ক্রিকেটে ৩টি স্টাম্প ব্যবহারের কারণ জানেন?
২টি বা ৪টি নয় কেন, ক্রিকেটে ৩টি স্টাম্প ব্যবহারের কারণ জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 8:00 AM

নয়াদিল্লি: ক্রিকেট (Cricket) ম্যাচ তো কমবেশি অনেকেই দেখেন। এই খেলার নিয়ম না জানলেও অনেকেই এই খেলা উপভোগ করেন। বলা হয়, ক্রিকেট খেলা প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে ক্রিকেটের মক্কা বলা হয়। অনেক ক্রিকেট প্রেমী এই খেলার খুঁটিনাটি নিয়মের ব্যাপারে খবর রাখেন। ক্রিকেটের প্রচুর নিয়ম রয়েছে। এমসিসির (মেরিলেবোন ক্রিকেট ক্লাব) নিয়ম অনুযায়ী ক্রিকেট খেলা হয়। ক্রিকেট সকল সরঞ্জামের মধ্যে ব্যাট-বল তো নজর কাড়েই। আর মাঠের মধ্যে এমন একটি বস্তু থাকে, যাতে থাকে সকলের নজর। সেটি হল স্টাম্প। কিন্তু আপনি কি জানেন ক্রিকেট খেলায় কেন ৩টি স্টাম্প ব্যবহার করা হয়? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অতীতে ক্রিকেটে ২টি স্টাম্প ব্যবহার করা হত। সেই সময় ক্রিকেট খেলার জন্য মাঠের মধ্যে ৪টি স্টাম্প আর ২টি বেল থাকত। অর্থাৎ ২টি স্টাম্পের উপর থাকত একটি করে বেল। এই ২টি স্টাম্পকে বলা হত অফ স্টাম্প আর লেগ স্টাম্প। আর ২টি স্টাম্পের মাঝে ব্যবধান থাকত ছয় সেন্টিমিটার। সেই সময় নিয়ম ছিল, দু’টি স্টাম্পের ভেতরে ব্যাট ঢুকিয়ে রান নিতে হত। আর আউট করার জন্যও ওই দু’টি স্টাম্পের ভেতর দিয়ে বল পের করতে হত। এক্ষেত্রে অনেক সময় ২টি স্টাম্পের ভেতর দিয়ে বল ঠিক কীভাবে গেল তা বুঝতে অসুবিধা হত। যে কারণে পরবর্তীতে আরও একটি স্টাম্প যুক্ত করা হয়।

বর্তমানে মাঠের মধ্যে মোট ৬টি স্টাম্প থাকে। ৩টি থাকে ব্যাটিং এন্ডে। আর বাকি ৩টি থাকে নন স্ট্রাইকিং এন্ডে। একইসঙ্গে এখন ২২ গজে থাকে মোট ৪টি বেল। যার ফলে, এখন কোনও ক্রিকেটারের আউট হলে বেল নড়ে যায় বা পড়ে যায়। এ ছাড়া মাঝের স্টাম্পটিও অনেক সময় উপড়ে যায়। নতুন যে তৃতীয় স্টাম্পটির সংযোজন হয়েছে ক্রিকেটে সেটিকে বলা হয় মিডল স্টাম্প।

প্রথমদিকে কাঠের বেল থাকত। দিন দিন প্রযুক্তি এত উন্নত হয়েছে যে, বর্তমানে বিভিন্ন ম্যাচে ইলেকট্রিক বেল দেখা যায়। ফলে স্টাম্পে বল লাগলেই বেল জ্বলে ওঠে। এবং ক্রিকেট ম্যাচ চলাকালীন দেখা যায় ইনিংস বিরতিতে আম্পায়ার বেল তুলে নেন স্টাম্প থেকে। যার অর্থ ওই সময় খেলা বন্ধ রয়েছে। এবং ম্যাচ পুরো শেষ হয়নি। সময়ে সময়ে ক্রিকেটের বিভিন্ন নিয়মের পরিবর্তন হয়েছে। নতুন নিয়ম যুক্তও হয়েছে। অতীতে যেমন থার্ড আম্পায়ার, রিভিউ, পরিবর্ত প্লেয়ার এই সবের চল ছিল না। এখন রয়েছে। এবং যার ফলে যে কোনও ম্যাচে একাধিক সিদ্ধান্ত নিখুঁতভাবে নেওয়া যায়।