MS Dhoni : ধোনির CEO শাশুড়ি, সামলান ৮০০ কোটি টাকা ব্যবসা

কীভাবে নিজের ব্যবসাকে বাড়াতে হবে সেই বিষয়ে অন্য কারও পরামর্শের চেয়ে পরিবারের লোকজনের উপর বেশি ভরসা ধোনির।

MS Dhoni : ধোনির CEO শাশুড়ি, সামলান ৮০০ কোটি টাকা ব্যবসা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 8:30 AM

কলকাতা: ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সবসময় হিট। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেকগুলো বছর কেটে গিয়েছে। তবে ধোনির প্রতি মুগ্ধতা এখনও কমেনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাঁকে দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। ২০২৩ আইপিএলে চেন্নাইকে চ্যাম্পিয়ন করার পর আরও একটা মরসুম খেলতে চান বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন। বর্তমানে ধোনির আগ্রহ শুধু ক্রিকেটেই নয়, ব্যবসার জগতেও নিজেকে প্রসার করেছেন। তেমনই একটি মাল্টি মিলিয়েনিওর ব্যবসা চালান ধোনির শাশুড়ি শৈলা সিং। কোম্পানির সিইও তিনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

শৈলা সিং হলেন ধোনির প্রোডাকশন হাউস, ‘ধোনি এন্টারটেইনমেন্ট লিমিটেড’-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO)। ৮০০ কোটি টাকার ব্যবসা এটি। অবসরের পর আইপিএল ও বাকি সময়টা চাষবাস নিয়ে কাটান ধোনি। কীভাবে নিজের ব্যবসাকে বাড়াতে হবে সেই বিষয়ে অন্য কারও পরামর্শের চেয়ে পরিবারের লোকজনের উপর বেশি ভরসা ধোনির। তাই নিজের প্রোডাকশন হাউস চালানোর দায়িত্ব দিয়ে রেখেছেন স্ত্রী সাক্ষীর মা শৈলা সিংকে। ২০২০ সাল থেকে ‘ধোনি এন্টারটেইনমেন্ট লিমিটেড’-এর মাথায় বসে রয়েছেন শৈলা সিং। এই কাজে মাকে সাহায্য করেন সাক্ষী। তিনি কোম্পানির শেয়ারহোল্ডারও। মা-মেয়ের জুটিতে ধোনির ব্যবসা নয়া উচ্চতা পেয়েছে। মাল্টি মিলিয়ন ডলারের ব্য়বসা ও নতুন প্রজেক্টের উপর কাজ চলছে।

শৈলা সিং এতদিন সংসার চালিয়ে এসেছেন। বিনাগুড়ি চা কোম্পানিতে তাঁর স্বামী আরকে সিং ও ধোনির বাবা পান সিং একসঙ্গে কাজ করতেন। শৈলা ঘরদোর সামলানো এবং বাচ্চাদের দেখাশোনা করেই জীবনের অর্ধেক সময় কাটিয়ে দিয়েছেন। এখন তাঁর মাথায় বিখ্য়াত জামাইয়ের কোটি কোটি টাকার ব্যবসার দায়িত্ব।