Sachin Tendulkar: রঞ্জি অভিষেকেই সেঞ্চুরি, ‘ওর উপর চাপ দেবেন না’, বললেন বাবা সচিন
Arjun Tendulkar: ছেলের এমন রঞ্জি অভিষেকে গর্বিত সচিন। তবে তাঁর কেরিয়ার জুড়ে একাধিক রেকর্ড ও ভারতীয় ক্রিকেটে তাঁর অপরিসীম অবদান চাপ তৈরি করতে পারে ছেলের। ঠিক যেমনটা সুনীল গাভাসকরের রোহন গাভাসকরের ক্ষেত্রে হয়েছে। এমনটাই অনুমান করে সচিন সমর্থকদের কাছে অনুরোধ করেছেন, অর্জুনের উপর যেন চাপ তৈরি না হয়।
মুম্বই : ১৯৮৮ সালের ১১ই ডিসেম্বর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জিতে অভিষেক হয় মাস্টারব্লাস্টারের। মুম্বইয়ের হয়ে গুজরাটের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১২৯ বলে সেঞ্চুরি করেন সচিন। মেরেছিলেন ১২টা চার। মাত্র ১৫ বছর বয়সে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে রঞ্জিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। ঠিক ৩৪ বছর পর রঞ্জিতে সেই ডিসেম্বরেই আর এক তারকার জন্ম হল। ১৪ ডিসেম্বর ২০২২, গোয়ার মাঠে চমকে দিলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন। মুম্বইয়ের বদলে গোয়ায় যোগ দিয়েছেন। সেই টিমের হয়েই বাবার ইতিহাস ছুঁয়ে ফেললেন অর্জুন। ২০৭ বলে ১২০ রানের অনবদ্য ইনিং খেলেন তিনি। ছেলেকে নিয়ে কী বললেন সচিন? তুলে ধরল TV9Bangla।
বাবার মতো ব্যাটসম্যান হতে চাননি তিনি। বাঁ হাতে মিডিয়াম ফাস্ট বল করেন। লিস্ট-এ ক্রিকেটে এই মর্সুমে ৭ ম্যাচে ৮টি উইকেট আছে তাঁর। ক্রিকেট যে তাঁর রক্তে বইছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, “লাইক ফাদার, লাইক সন” মানে, বাপ কা বেটা… পুরনো এই প্রবাদ আরও একবার মনে করিয়ে দিলেন সচিনপুত্র অর্জুন।
ছেলের এমন রঞ্জি অভিষেকে গর্বিত সচিন। তবে তাঁর কেরিয়ার জুড়ে একাধিক রেকর্ড ও ভারতীয় ক্রিকেটে তাঁর অপরিসীম অবদান চাপ তৈরি করতে পারে ছেলের। ঠিক যেমনটা সুনীল গাভাসকরের রোহন গাভাসকরের ক্ষেত্রে হয়েছে। এমনটাই অনুমান করে সচিন সমর্থকদের কাছে অনুরোধ করেছেন, অর্জুনের উপর যেন চাপ তৈরি না হয়। সচিনপুত্র হিসেবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করার ফলে প্রত্যাশা তৈরি হয়েছে সমর্থকদের মনে। ছেলের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, “অর্জুন অন্যদের মতো খুব একটা সহজ সরল ছেলেবেলা পায়নি। বহুদিন ধরে জাতীয় দলে থাকা ক্রিকেটারের ছেলে হিসেবে সেটা পাওয়া সহজ নয়। যে কারণে আমি অবসর নিয়েছিলাম। পরে মুম্বইয়ে সংবাদিকদের বলেছিলাম, অর্জুনকে ওর মতো করে ক্রিকেটের প্রেমে পড়তে দিন। ওকে ওই সুযোগটুকু দেওয়া উচিত।”
অর্জুনের উপর অত্যাধিক চাপ তৈরি হতে পারে ভেবে তিনি আরও বলেছেন, “ওর পারফরম্যান্সের উপর ভরসা রাখুন। ওর উপর চাপ দেবেন না। কারণ আমার উপরও আমার বাবা মা কোনও দিন চাপ দেননি। বাবা মা আমাকে স্বাধীনতা দিয়েছিল, নিজের মতো করে নিজেকে যাতে মেলে ধরতে পারি। আমার উপর চাপ তৈরি করা হয়নি কখনও। শুধু উৎসাহিত করার জন্য পাশে ছিলেন তাঁরা। কী ভাবে আরও ভালো করা যায়, তা নিয়ে ভাবতাম। ওর জন্য আমিও তাই চাই। আমি ওকে বারবার বলেছি যে এটা যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। ”
সচিন তাঁর বাবা রমেশ তেন্ডুলকারের স্মৃতি শেয়ার করে বলেছেন, “আমার মনে আছে, বাবা চেনা কাউকে বলেছিলেন যে, তাঁকে কেউ সচিনের বাবা বলে ডাকলে তিনি গর্ব বোধ করবেন। ছেলের মধ্যে দিয়ে বাবার পরিচিতি পাওয়ার অনুভুতিই আলাদা।”