Big Bash Cricket: বিগ ব্যাশে বিরাট কাণ্ড! ১৫ রানে অলআউট সিডনি

Sydney Thunder : পেশাদার টি২০ লিগে এটিই সর্বনিম্ন স্কোর।

Big Bash Cricket: বিগ ব্যাশে বিরাট কাণ্ড! ১৫ রানে অলআউট সিডনি
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2022 | 6:05 PM

সিডনি : বিগ ব্যাশে বিরাট কাণ্ড। অস্ট্রেলিয়ার টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ। ২০ ওভারের ম্যাচে মাত্র ১৫ রানে অলআউট! পুরুষদের বিগ ব্য়াশ লিগে এমনই হল। অ্যাডিলেড স্ট্রাইকারের বিরুদ্ধে মাত্র ১৫ রানেই ইনিংস শেষ সিডনি থান্ডারের। পেশাদার টি২০ লিগে এটিই সর্বনিম্ন স্কোর। রেকর্ড গড়ে ১২৪ রানের বিশাল ব্য়বধানে জিতল অ্যাডিলেড স্ট্রাইকার। মাত্র ৯ রানেই ৬ উইকেট হারিয়েছিল সিডনি। এরপর ১৫ রানেই অলআউট। কী ঘটল, বিস্তারিত TV9Bangla-য়।

টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যাডিলেড স্ট্রাইকার। ম্য়াট শর্ট, জ্যাক ওয়েদারল্যান্ড দ্রুত আউট হন। ক্রিস লিন ২৭ বলে ৩৬ রান করেন। এ ছাড়াও কলিন ডি গ্র্য়ান্ডহোম ২৪ বলে ৩৩ রান করেন। শেষ অবধি ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান করে অ্যাডিলেড স্ট্রাইকার। আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। গুরিন্দর সান্ধু নেন ২ উইকেট। এ ছাড়াও ড্য়ানিয়েল স্যামস, ব্রেন্ডন ডগেট ২টি করে উইকেট নেন। প্রতিপক্ষের জন্য আরও ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছিল।

লক্ষ্য ১৪০। সিডনি থান্ডারের হয়ে ওপেন করেন অ্যালেক্স হেলস ও ম্যাথিউ জিল্কস। ইনিংসের তৃতীয় বলেই আউট জিল্কস। পরের ওভারেই রাইলি রোসোকে ফেরান হেনরি থর্টন। একের পর এক উইকেট হারাতে থাকে সিডনি থান্ডার। মাত্র ১০ রানে অষ্টম উইকেট পড়ে। এরপর ১৫ রানে আলআউট। মাত্র ৫.৫ ওভার স্থায়ী হয় সিডনি ইনিংস। এই বিপর্যের কাণ্ডারি অ্যাডিলেডের দুই পেসার হেনরি থর্টন ও ওয়েস অ্যাগার। থর্টন ২.৫ ওভার বোলিং করেন। এর মধ্যে ১ ওভার মেডেন। মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। ওয়েস অ্যাগার ২ ওভারে ৬ রান দিয়ে নেন ৪ উইকেট।