Suryakumar Yadav: ‘তাড়াতাড়ি অবসর নিও না’, স্কাইকে পরামর্শ ম্যান ইউ কিংবদন্তি ওলে সোল্কজায়েরের

Ole Gunnar Solskjaer meets Suryakumar Yadav: ভারত সফরে এসেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওলে সোল্কজায়ের। এ বার বেঙ্গালুরুর এক ইভেন্টে ভারতীয় তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের সঙ্গে দেখা হয়েছে ওলের। বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদব এখন মাঠের বাইরে রয়েছেন।

Suryakumar Yadav: 'তাড়াতাড়ি অবসর নিও না', স্কাইকে পরামর্শ ম্যান ইউ কিংবদন্তি ওলে সোল্কজায়েরের
Suryakumar Yadav: 'তাড়াতাড়ি অবসর নিও না', স্কাইকে পরামর্শ ম্যান ইউ কিংবদন্তি ওলে সোল্কজায়েরের Image Credit source: Suryakumar Yadav Instagram
Follow Us:
| Updated on: Feb 10, 2024 | 2:29 PM

কলকাতা: বর্তমানে ভারত সফরে এসেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) কিংবদন্তি ওলে সোল্কজায়ের (Ole Gunnar Solskjaer)। এ বার বেঙ্গালুরুর এক ইভেন্টে ভারতীয় তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সঙ্গে দেখা হয়েছে ওলের। বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদব এখন মাঠের বাইরে রয়েছেন। গত বছরের ডিসেম্বরে এবং এ বছরের জানুয়ারিতে তাঁর দুটি সার্জারি হয়েছে। ভারতীয় টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য স্কাই। তাঁকে ম্যান ইউ কিংবদন্তি পরামর্শ দিয়েছেন, তাড়াতাড়ি অবসর না নেওয়ার।

গত বছরের প্রোটিয়া সফরে গিয়ে সূর্যকুমার গোড়ালিতে চোট পেয়েছিলেন। তার জন্য অস্ত্রোপচার হয়েছিল ডিসেম্বরে। এরপর তাঁর স্পোর্টস হার্নিয়ার সার্জারি হয় জানুয়ারিতে। জার্মানিতে গিয়ে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছিলেন সূর্য। এ বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে সূর্য যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, সেটাই চাইছেন তাঁর অনুরাগীরা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওলের সঙ্গে বেঙ্গালুরুর অনুষ্ঠানে কথা বলার সময় স্কাই তাঁর চোটের ব্যাপারে তাঁকে জানান। ওলেকে নিজের চোট নিয়ে সূর্য জানান গত দেড় বছর ধরে বিনা বিরতিতে টানা ক্রিকেট খেলেছেন তিনি। ওলে এরপর বলেন, ‘কখনও কখনও নিজের মাথা একটু তরতাজা করে নিতে হয়। তারপর আবার এগিয়ে যেতে হয়।’

ওলেকে ওই ইভেন্টে সূর্যকুমার জিজ্ঞাসা করেন এরপর তিনি ভারতের কোথায় যাবেন। ম্যান ইউ সুপারস্টার জানান, এরপর মুম্বই এবং তারপর দিল্লিতে যাবেন। সূর্য মুম্বইের ছেলে। হাসতে হাসতে সে কথা জানান। এরপর স্কাইকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ওলেকে সূর্যর ভারতীয় টিমের জার্সি হাতে নিয়ে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। ফটোসেশন মিটতেই সূর্যকুমারকে ম্যান ইউ কিংবদন্তি পরামর্শ দেন, ‘কখনও তাড়াতাড়ি অবসর নিও না। যতক্ষণ টিকে থাকা যায় থেকো। আর যতক্ষণ টিকে থাকবে, নিজের সেরাটা দেবে।’