Duleep Trophy: দলীপের ফাইনালে এ বারও সাউথ বনাম ওয়েস্ট জোন
Duleep Trophy 2023: আলুরে ওয়েস্ট জোন বনাম সেন্ট্রাল জোন, আর একটি সেমিফাইনাল ড্র হয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে ওয়েস্ট জোন। প্রথম ইনিংসে ২২০ রান করেছিল ওয়েস্ট জোন।
গত বছরের মতো এ বারও। দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি হতে চলেছে সাউথ জোন ও ওয়েস্ট জোন। সাউথ জোনের হয়ে অলরাউন্ড পারফরম্যান্স সাই কিশোরের। বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও অবশেষে মাত্র ২ উইকেটে নর্থ জোনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সাউথ জোন। অন্য দিকে, ফাইনালে উঠল গত বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট জোন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নর্থ জোনের বিরুদ্ধে অ্যাডভান্টেজ ছিল সাউথ জোন। তৃতীয় দিনের শেষে ক্রিজে ছিলেন মায়াঙ্ক আগরওয়াল ও সাই সুদর্শন। শেষ দিন রুদ্ধশ্বাস হয়ে উঠল। নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে নর্থ জোন। মায়াঙ্ক আগরওয়াল অর্ধশতরান করলেও সুরক্ষিত ছিল না সাউথ জোন। নর্থ জোনের পেস ত্রয়ী হর্ষিত রানা, বলতেজ সিং এবং বৈভব অরোরা গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দেন। দলীয় ২০১ রানে ওয়াশিংটন সুন্দর আউট হতেই চাপ আরও বাড়ে সাউথ জোনের। তখনও ১৪ রান প্রয়োজন ছিল। হাতে ৩ উইকেট। বাঁ হাতি স্পিনার সাই কিশোর ১১ বলে ১৫ রানের অপরাজিত ইনিংস। ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় সাউথ জোনের।
আলুরে ওয়েস্ট জোন বনাম সেন্ট্রাল জোন, আর একটি সেমিফাইনাল ড্র হয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে ওয়েস্ট জোন। প্রথম ইনিংসে ২২০ রান করেছিল ওয়েস্ট জোন। যদিও তার সুবিধা নিতে ব্যর্থ সেন্ট্রাল জোন। তাদের ইনিংস শেষ মাত্র ১২৮ রানেই। দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার শতরান এবং সূর্যকুমার যাদবের অর্ধশতরানে ২৯৭ করে ওয়েস্ট জোন। সেন্ট্রাল জোনের কাছে লক্ষ্য দাঁড়ায় ৩৯০ রান। সেন্ট্রালের ১২৮-৪ স্কোরেই হাত মিলিয়ে নেয় দু-দল।
চিন্নাস্বামীতে দলীপের ম্যাচে গ্যালারিতে ছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ, টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়ারা। ঋষভ পন্থেরও রিহ্যাব চলছে এনসিএ-তে। তাঁকেও মাঠে দেখা যায়।