GT vs CSK, IPL 2023: শুধু ম্যাচ নয়, ‘নেতা’ ধোনিকেও কি হারাতে চান হার্দিক?

MS Dhoni-Hardik Pandya: আইপিএলের দুনিয়ায় এক্সপেরিয়েন্সের এভারেস্টে বসে রয়েছেন একজনই --- মহেন্দ্র সিং ধোনি। যাঁর মুখে নামতে চলেছেন নতুন নেতা হার্দিক পান্ডিয়া

GT vs CSK, IPL 2023: শুধু ম্যাচ নয়, 'নেতা' ধোনিকেও কি হারাতে চান হার্দিক?
GT vs CSK, IPL 2023: শুধু ম্যাচ নয়, 'নেতা' ধোনিকেও কি হারাতে চান হার্দিক?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2023 | 10:13 PM

সঙ্ঘমিত্রা চক্রবর্তী

কতটা পথ পেরোলে সাফল্য পাওয়া যায়? সাফল্যের রসায়ন এতটা সহজ নয়। প্রত্যেকে কাউকে না কাউকে আদর্শ করে এগোন। যাঁকে দেখে শেখেন, প্রেরণা নেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে তারকা থেকে তরুণ, উঠতি থেকে অভিজ্ঞ— সব খুঁজে পাওয়া যাবে। আইপিএল (IPL) থেকে যেমন হঠাৎ উত্থান হয় কোনও তরুণের, আচমকা পতন হয় তারকার। সাপ-লুডোর খেলায় কে কখন রাজা, হিসেবই করা যায় না! শুধু মাপা যায় অভিজ্ঞতা। আইপিএলের দুনিয়ায় এক্সপেরিয়েন্সের এভারেস্টে বসে রয়েছেন একজনই— মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। যাঁর মুখে নামতে চলেছেন নতুন নেতা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। যাঁর ক্যাপ্টেন্সির বয়স মাত্র ১। গত আইপিএলে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করে রকেট উত্থান হার্দিকের। তারপর, ভারতের পাকাপাকি টি-টোয়েন্টি নেতা হওয়ার পথে এগিয়ে গিয়েছেন অনেকটাই। এই হার্দিক নামছেন গুরুর বিরুদ্ধে। ধোনিমন্ত্রেই বিশ্বাসী তিনি। আইপিএল ১৬-র উদ্বোধনী ম্যাচে গুজরাট বনাম চেন্নাইয়ের ফলাফল যাই হোক না কেন, হার্দিক চাইবেন মাহির থেকে ক্যাপ্টেন্সি আরও ভালো করে শিখে নিতে। যা তাঁকে আরও এগিয়ে দেবে। বিস্তারিত রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।

হার্দিক পান্ডিয়া বরাবরই ধোনি নেওটা। মাঠ হোক বা মাঠের বাইরে যখনই হার্দিক সুযোগ পান গিয়ে হাজির হন ধোনির কাছে। ক্যাপ্টেন কুলের কাছ থেকে ক্রিকেট সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে থাকেন। টেকনিক নিয়েও কথা বার্তা চলে। কোথায়, কীভাবে উন্নতি করা দরকার সে ব্যাপারেও মাহিভাইয়ের থেকে টিপস নেন হার্দিক। আসলে ধোনি তো শুধু ভারতের প্রাক্তন ক্রিকেটার নন, তাঁকে নিঃসন্দেহে বলা যায় বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। ভারতের অন্যতম সফল অধিনায়ক ধোনি। আইসিসির তিনটি ট্রফিই রয়েছে তাঁর ঝুলিতে। সেই ২০০৭ সালে ধোনির নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর আর কুড়ি-বিশের বিশ্বকাপে ভারতের কপালে ট্রফি জোটেনি। টিম ইন্ডিয়ায় ১৫ বছর টি-২০ বিশ্বকাপ ট্রফির খরা চলছে। এ বছর ভারতের মাটিতে রয়েছে ওডিআই বিশ্বকাপ। আর আগামী বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ।

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে হয়তো হার্দিক পান্ডিয়ার কাঁধে টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে নেতা হিসেবে এখনও বেশ সফল হার্দিক। ফলে হার্দিকের ওপর আগামী টি-২০ বিশ্বকাপে ভরসা রাখতেই পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সুদূর ভবিষ্যতে দেশের নেতা হিসেবে নিজেকে মেলে ধরতে চাইলে হার্দিক চাইবেন ধোনির মতো সফল হতে। মাহি কোন মন্ত্রে আইসিসির তিনটি ট্রফি দেশকে এনে দিয়েছিলেন, তা শিখে নিতে চাইবেন হার্দিক। ৪১-এর মাহি এখনও আগের মতোই ফিট। আর তাঁর ক্রিকেটের ক্ষুরধার মস্তিস্ক এখনও ততটাই তীক্ষ্ণ। ফলে ২৯ এর হার্দিক অভিজ্ঞ মাহিভাইয়ের বিরুদ্ধে ম্যাচে নামলেও তাঁকে দেখে নেতার গুণাবলি শেখার চেষ্টা করবেন এ কথা বলাই বাহুল্য।