Virat Kolhi’s Marksheet: অঙ্কে বেজায় কাঁচা, মাধ্যমিকের মার্কশিট শেয়ার করলেন বিরাট
সেঞ্চুরি ও রানের সংখ্যা বেড়ে চলেছে দিন দিন। সংখ্যাকে ঘিরেই চলছে কেরিয়ার। অথচ বিরাট কোহলি একটা সময়ে অঙ্কে বেশ কাঁচা ছিলেন।
কলকাতা: ক্রিকেটে সংখ্যাই সব। রান ও সেঞ্চুরি বা উইকেটের সংখ্যার উপর নির্ভর করছে কেরিয়ার। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli) তার উর্ধ্বে নন। বরং গতবছর ফর্মে ফেরা বিরাট সংখ্যার মাহাত্ম্য আরও ভালোভাবে বুঝতে পারেন। অথচ সেই বিরাট স্কুলজীবনে অঙ্কে ছিলেন বেশ কাঁচা। অঙ্কের জটিলতা তাঁর পছন্দ ছিল না। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়েও বেশি দখল ছিল না। বরং কোহলির পছন্দের বিষয় ছিল ইংরেজি ভাষা। ইংরেজি ও হিন্দি দুটি ভাষাতেই তুখোড় ছিলেন কোহলি। আইপিএলের (IPL 2023) আগে বিরাটের পরিসংখ্যান বাদ দিয়ে পড়াশোনা নিয়ে আলোচনার কারণ অবশ্য রয়েছে। ১৬তম আইপিএলের বল গড়ানোর আগের দিন বাইশ গজের তারকা তাঁর দশম শ্রেণির বোর্ড পরীক্ষার মার্কশিট (Marksheet) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। মার্কশিট দেখে আন্দাজ করাই যায়, স্কুলজীবনে বিরাট কেমন ছাত্র ছিলেন। জীবনের প্রথম বড় পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর কত ছিল? তুলে ধরল TV9 Bangla।
ক্রিকেটাররা সাধারণত পড়াশোনায় খুব একটা ভাল হন না। ছোট থেকে ক্রিকেট ধ্যানজ্ঞান হওয়ায় বিরাটেরও পড়াশোনা নিয়ে খুব একটা আগ্রহ ছিল না।ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়েছেন। উচ্চমাধ্যমিকের পরই বইপত্র তুলে রেখে পাকাপাকিভাবে ক্রিকেটের দিকে মনোযোগ দেন। ক্লাস ৯ পর্যন্ত পড়েছেন দিল্লির বিশাল ভারতী পাবলিক স্কুলে। এরপর টুয়েলভ পর্যন্ত পশ্চিম বিহারের সেভিয়ার কনভেন্ট স্কুলে পড়াশোনা করেন। মাধ্যমিক পরীক্ষা দেন সেই স্কুল থেকেই। ২০০৪ সালের সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় ৬০০র মধ্যে বিরাট পেয়েছিলেন ৪১৯ রান। সবচেয়ে কম নম্বর পান অঙ্কে। গ্রেড ছিল C2।
দশম শ্রেণির পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন বিরাট?
ইংরেজি পরীক্ষায় পান ৮৩ নম্বর। গ্রেড A1 হিন্দি পরীক্ষায় নম্বর ছিল ৭৫। গ্রেড B1 অঙ্ক পরীক্ষায় ১০০-র মধ্যে টেনেটুনে ৫১ নম্বর তোলেন। গ্রেড সবচেয়ে কম C2। সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে পেয়েছিলেন ৫৫ নম্বর। গ্রেড C1 সোশ্যাল সায়েন্সে পান ৮১ নম্বর। গ্রেড A2 ইন্ট্রোডাকটরি IT বিষয়ে পান ৭৪। গ্রেড C2
কু অ্যাপে মার্কশিট শেয়ার করে ক্যাপশনে বিরাট লিখেছেন, “মজার বিষয় এই যে যে বিষয়গুলো আপনার মার্কশিটে সবচেয়ে কম যোগ হয় সেগুলো আপনার চরিত্রের সঙ্গে বেশি করে জুড়ে যায়।” রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে, স্কুলজীবনে বিরাট খুব একটা খারাপ ছাত্র ছিলেন না। অতীতে বহু সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, ক্রিকেটের জন্য তিনি এতটা পরিশ্রম করেননি যতটা পরীক্ষায় পাশ নম্বর জোগাড় করতে গিয়ে হয়েছে।