ENG vs AUS, Ashes: স্টার্কে বেসামাল বাজবল, ওভালে প্রথম দিন অস্ট্রেলিয়ার
England vs Australia: অস্ট্রেলিয়া এখনও পিছিয়ে ২২২ রানে। তবে ১ উইকট হারানোটাই অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে অন্তত ৩৫০-র ওপর রান করলে আরও কিছুটা এগিয়ে থাকা যাবে।
অস্ট্রেলিয়ার কাছে দারুণ সুযোগ সিরিজ জেতার। অ্যাসেজ তাদের কাছেই থাকছে। গত অ্যাসেজ জেতায় এ বার সিরিজ ড্র করলেই হবে। অস্ট্রেলিয়া যে পরিস্থিতিতে রয়েছে, তারা সিরিজ হারবে না। তবে ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে ফের সিরিজ জেতার সুযোগ অস্ট্রেলিয়ার সামনে। এখনও অবধি সবদিক থেকেই পরিস্থিতি প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার পক্ষে। লন্ডন ওভালে শুরু হয়েছে অ্যাসেজ সিরিজ পঞ্চম তথা শেষ টেস্ট। প্রথম দিন অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ডের কাছে সিরিজ জেতার সুযোগ নেই। তব ওভালে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সিরিজ ড্র করা যাবে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করাও অন্যতম লক্ষ্য ইংল্যান্ডের। ওভালের প্রথম দিন অবশ্য সেই অনুযায়ী পারফর্ম করতে পারল না ইংল্যান্ড। মইন আলির চোট আরও কিছুটা অস্বস্তিতে রাখল। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রত্যাশা মতোই তাদের একাদশে পরিবর্তন। পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের জায়গায় ফেরানো হল অফস্পিনার টড মার্ফিকে।
প্রত্যাশামতোই শুরু থেকে বাজবলে মন ইংল্যান্ডের। তবে এ দিন সব ঠিকঠাক হল না। মিচেল স্টার্ক তাদের বেসামাল করলেন। প্রথম ধাক্কা আর এক মিচেল, মার্শের। দলীয় ৬২ রানে বেন ডাকেটকে ফেরান তিনি। আর এক ওপেনার জ্যাক ক্রলির উইকেট নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। জো রুট এই ম্যাচে সাফল্যের মুখ দেখেননি। মাত্র ৫ রানেই শেষ তাঁর ইনিংস। হ্যারি ব্রুকের বিধ্বংসী ৮৫ রানের ইনিংস ইংল্যান্ড শিবিরে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। শেষ দিকে কিছুটা পারফর্ম করেন ক্রিস ওকস ও মার্ক উড। ৫৪.৪ ওভারে ২৮৩ রানেই শেষ ইংল্যান্ড ইনিংস। মিচেল স্টার্ক ৪ উইকেট নেন। একাদশে ফেরা অফস্পিনার টড মার্ফি নেন ২ উইকেট।
প্রথম দিন ২৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেল অস্ট্রেলিয়া। ফের হতাশ করলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ভারত সফর থেকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অ্যাসেজেও ফর্ম খুঁজছেন ওয়ার্নার। ওভাল টেস্টের পরই অবসর নেবেন, এমন জল্পনাও শুরু হয়েছিল। যদিও ওয়ার্নার নিজে জানিয়েছেন, এখনও অসবসরের পরিকল্পনা নেই তাঁর। ওভালে প্রথম ইনিংসে তাঁর ব্যাটে এল ৫২ বলে ২৪ রান। ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে অস্ট্রেলিয়া। ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা ও মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়া এখনও পিছিয়ে ২২২ রানে। তবে ১ উইকট হারানোটাই অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে অন্তত ৩৫০-র ওপর রান করলে আরও কিছুটা এগিয়ে থাকা যাবে।