Ashes: মাইলফলক, বিতর্ক, বৃষ্টি; অ্যাসেজের তৃতীয় দিনই প্রশ্ন ‘বাজবল’ নিয়ে

Ashes Series, ENG vs AUS: উসমান খোয়াজাকে নাকি যাচ্ছে তাই বলে চলেছিলেন পুরো ইনিংসেই! অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমে দাবি এমনটাই। অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট চলছে এজবাস্টনে। তৃতীয় দিনের শেষেই অবশ্য প্রশ্ন উঠছে, ইংল্যান্ডের ‘বাজবল’ দ্বিতীয় ইনিংসে কোথায়?

Ashes: মাইলফলক, বিতর্ক, বৃষ্টি; অ্যাসেজের তৃতীয় দিনই প্রশ্ন ‘বাজবল’ নিয়ে
Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Jun 19, 2023 | 12:04 AM

প্রথম শ্রেনির ক্রিকেটে ১১০০ উইকেটের মাইলফলকে জেমস অ্যান্ডারসন। এজবাস্টনে নতুন রেকর্ডে ইংল্যান্ডের এই পেসার। তেমনই উসমান খোয়াজার উইকেটের পর বিতর্কও তৈরি হল। স্ক্যানারে পেসার ওলি রবিনসনের আচরণ। উসমান খোয়াজাকে নাকি যাচ্ছে তাই বলে চলেছিলেন পুরো ইনিংসেই! অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমে দাবি এমনটাই। অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট চলছে এজবাস্টনে। তৃতীয় দিনের শেষেই অবশ্য প্রশ্ন উঠছে, ইংল্যান্ডের ‘বাজবল’ দ্বিতীয় ইনিংসে কোথায়? বৃষ্টি এবং মন্দ আলোয় চায়ের অনেক আগেই খেলা থামে। প্রথম বার বৃষ্টি থামার পর কিছুক্ষণ খেলা হয়। ফের বৃষ্টি নামে। চা বিরতি নেওয়া হয়। আর খেলা শুরু করা যায়নি। তৃতীয় দিনের শেষে ৩৫ রানে এগিয়ে ইংল্যান্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এজবাস্টনে টস জিতেছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। দিন শেষে তাঁর ইনিংস ঘোষণার সিদ্ধান্ত অবশ্য অবাক করে। বাজবল স্টাইলে খেলে ইংল্যান্ড। দ্বিতীয় নতুন বলের ঠিক দু-ওভার আগে ৩৯৩-৮ স্কোরে ইনিংস ঘোষণা করেন স্টোকস। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে শুরুতে উইকেট হারালেও প্রতিরোধ গড়েন উসমান খোয়াজা। ইংল্যান্ডে প্রথম সেঞ্চুরিও হাঁকান। তৃতীয় দিন শুরু থেকে ইংল্যান্ডের প্রধান বাধা ছিল উসমান খোয়াজাই। তাঁর উইকেট নিতে সর্বস্ব দিয়ে চেষ্টা করে। ছবিটি তারই প্রমাণ। খোয়াজার জন্য এমন ফিল্ডিং সাজানো হয়েছিল। ক্যাচিং পজিশনে এত ফিল্ডার থাকায় উইকেট থেকে সরে মারতে গিয়েছিলেন খোয়াজা। যদিও ওলি রবিসনের ডেলিভারি উইকেট ভেঙে দেয়। অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমে দাবি, খোয়াজাকে যারপরই কথা বলছিলেন রবিনসন। উইকেট নিয়ে সেলিব্রেশনে অশ্রাব্য ভাষা প্রয়োগ করেন।

অজি ইনিংসে সপ্তম উইকেট হিসেবে আউট হন খোয়াজা (১৪১)। এরপর আর দীর্ঘস্থায়ী হয়নি ইনিংস। প্রথম ইনিংসে ৭ রানের লিড নেয় ইংল্যান্ড। অ্যাসেজ শুরুর আগেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস পরিষ্কার করেছিলেন, খেলার ধরন পাল্টাবে না। যদিও দ্বিতীয় ইনিংসে এখনও অবধি বাজবল দেখা যায়নি। ম্যাচের প্রথম দু-দিন শুষ্ক আবহাওয়া ছিল। তৃতীয় দিনের শুরু থেকেই মেঘলা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু হয় মেঘলা আবহাওয়াতেই। প্যাট কামিন্স, স্কট বোলান্ডরা সুইং আদায় করে নিচ্ছিলেন। তাতেই উধাও বাজবল। ইংল্যান্ড ওপেনাররাও বল ছাড়তে বাধ্য হলেন। বৃষ্টির কারণে প্রাথমিক ভাবে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। এরপর খেলা শুরু হতেই জোড়া উইকেট হারায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি ২৫ বলে ৭ রান করে আউট হন। প্রথম ইনিংসে ৭৩ বলে ৬১ রান করেছিলেন। স্ট্রাইকরেটের পার্থক্য পরিষ্কার। আর এক ওপেনার বেন ডাকেট ২৮ বলে ১৯ রানে ফেরেন। ক্রিজে রয়েছেন ওলি পোপ ও জো রুট। দু-জনে মিলে ১০ বল খেললেও রান ওঠেনি। এ থেকেই প্রশ্ন, সুইং হলেই কি বাজবল উধাও!