First Class Triple Century: প্রথম শ্রেনির ক্রিকেটে সবচেয়ে বেশি ট্রিপল সেঞ্চুরি, তালিকায় দুই ভারতীয়

Cheteshwar Pujara-Ravindra Jadeja: প্রথম শ্রেনির ক্রিকেটে সবচেয়ে বেশি ট্রিপল সেঞ্চুরি স্যার ডন ব্র্যাডম্যানের। সব মিলিয়ে আধডজন ট্রিপল সেঞ্চুরি। এর মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে দুটি ট্রিপল সেঞ্চুরি করেছেন ব্র্যাডম্যান। দুটি করে ট্রিপল সেঞ্চুরি নিউ সাউথ ওয়েলস এবং সাউথ অস্ট্রেলিয়ার হয়ে।

First Class Triple Century: প্রথম শ্রেনির ক্রিকেটে সবচেয়ে বেশি ট্রিপল সেঞ্চুরি, তালিকায় দুই ভারতীয়
Image Credit source: twitter, FILE
Follow Us:
| Updated on: Jun 19, 2023 | 8:00 AM

ধৈর্যের খেলা। টেস্ট ক্রিকেট বলতে এমনটাই বোঝাতো। বর্তমান ইংল্যান্ড দল অবশ্য অন্য ধরনের ক্রিকেট খেলছে। ইংল্যান্ড টেস্ট ক্রিকেট টিমের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। নেতৃত্বে বেন স্টোকস। এই জুটি দায়িত্ব নেওয়ার পরই ‘বাজবল’ ইংল্যান্ডের। হারের ঝুঁকি নিয়েও বিধ্বংসী ব্যাটিং। শুরু হয়েছে অ্যাসেজ সিরিজ। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসেও বাজবল দেখা গিয়েছে। তবে মাল্টি-ডে ম্যাচে যে ধৈর্যেরও প্রয়োজন পড়ে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে উসমান খোয়াজার ইনিংসটি যেন তেমনই। বাজবলে সেঞ্চুরি এসেছে। কিন্তু ট্রিপল সেঞ্চুরি কি সম্ভব? প্রথম শ্রেনির ক্রিকেটে অনেকেই ট্রিপল সেঞ্চুরি করেছেন। মাল্টি ডে ম্যাচে বড় ইনিংস খেলা সহজ নয়। প্রথম শ্রেনির ক্রিকেটে সবচেয়ে বেশি ট্রিপল সেঞ্চুরির রেকর্ড অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের। আর কারা রয়েছেন এই তালিকায়! বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এক নজরে দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি ট্রিপল সেঞ্চুরি কাদের রয়েছে

  1. প্রথম শ্রেনির ক্রিকেটে সবচেয়ে বেশি ট্রিপল সেঞ্চুরি স্যার ডন ব্র্যাডম্যানের। সব মিলিয়ে আধডজন ট্রিপল সেঞ্চুরি। এর মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে দুটি ট্রিপল সেঞ্চুরি করেছেন ব্র্যাডম্যান। দুটি করে ট্রিপল সেঞ্চুরি নিউ সাউথ ওয়েলস এবং সাউথ অস্ট্রেলিয়ার হয়ে।
  2. তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিল পন্সফোর্ড। অস্ট্রেলিয়ার এই ওপেনিং ব্যাটার ৪টি ট্রিপল সেঞ্চুরি করেছেন। ভিক্টোরিয়ার হয়ে চারটি ট্রিপল সেঞ্চুরি করেছেন।
  3. সমসংখ্যক অর্থাৎ চারটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ডের। ইংল্যান্ডের হয়ে একটি এবং গ্লুসেস্টারশায়ারের হয়ে হয়ে তিনটি ট্রিপল সেঞ্চুরি করেছেন হ্যামন্ড।
  4. তালিকায় এরপর বেশ কিছু নাম। ডব্লিউ জি গ্রেস করেছেন তিনটি ট্রিপল সেঞ্চুরি। এর মধ্যে দুটি গ্লুসেস্টারশায়ারের হয়ে একটি এমসিসির হয়ে।
  5. তিনটি ট্রিপল সেঞ্চুরির তালিকায় রয়েছেন জিম্বাবোয়ে বংশোদ্ভূত ইংল্যান্ড ক্রিকেটার গ্রেম হিকের। সবকটি ট্রিপল সেঞ্চুরিই করেছেন ওরচেস্টারশায়ারের হয়ে।
  6. তিনটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারারও। এর মধ্যে দুটিই করেছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে। আর একটি ট্রিপল সেঞ্চুরি ওয়ারউইকশায়ারের হয়ে।
  7. অজি ক্রিকেটার মাইক হাসিরও প্রথম শ্রেনির ক্রিকেটে তিনটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে। সবকটিই করেছেন নর্দাম্পটনশায়ারের হয়ে।
  8. তিনটি ট্রিপল সেঞ্চুরির তালিকায় রয়েছেন দুই ভারতীয়। দু-জনই ভারতীয় টেস্ট দলে রয়েছেন। রঞ্জি ট্রফিতে খেলেন একই দলের হয়ে। রবীন্দ্র জাডেজা এবং চেতেশ্বর পূজারা। সৌরাষ্ট্রের হয়ে তিনটি ট্রিপল সেঞ্চুরি করেছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাাডেজা। চেতেশ্বর পূজারা তিনটির মধ্যে দুটি ট্রিপল সেঞ্চুরি সৌরাষ্ট্রের হয়ে একটি ভারত এ দলের হয়ে।