Indian Cricket: কোহলিকে নেতৃত্ব ছাড়তে বারণ করা হয়েছিল: চেতন শর্মা
সেই প্রসঙ্গেই আজ মুখ খুললেন চেতন শর্মা। তিনি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলির ওই সিদ্ধান্ত শুনে আমরা অবাক হয়ে যাই। বৈঠকে উপস্থিত আমরা সবাই কোহলিকে বলি তার সিদ্ধান্ত পুনরায় ভেবে দেখার জন্য। কিন্তু বিরাট ওর সিদ্ধান্তে অনড় থাকে।' বিরাট কোহলি বনাম বোর্ড বিতর্কে বিসিসিআইয়ের পাশেই থাকলেন নির্বাচক কমিটির প্রধান। বিশ্বকাপের মতো ইভেন্টে নামার আগে কোহলির ওই হঠকারী সিদ্ধান্তে বোর্ডের প্রত্যেকেই খুব অবাক হয়েছিলেন।
নয়াদিল্লি: বছরের শেষ দিনেও বিরাট (Virat Kohli)-বোর্ড (BCCI) বিতর্ক জারি থাকল। টেস্ট অধিনায়ক বিরাট কোহলির উল্টো সুর নির্বাচক কমিটি প্রধান চেতন শর্মার। কোহলিকে টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি ছাড়তে বারণ করেছিল বোর্ড। দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজে দল বাছাইয়ের আগে সাফ জানিয়ে দিলেন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা।
দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরের আগেই সাংবাদিক সম্মেলনে কোহলি বলেছিলেন, তাঁকে টি-টোয়েন্টির (T-20) ক্যাপ্টেন্সি ছাড়তে বোর্ড বারণ করেনি। বরং সেটাকে সাদরে গ্রহণ করা হয়েছিল। সেই প্রসঙ্গেই আজ মুখ খুললেন চেতন শর্মা। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলির ওই সিদ্ধান্ত শুনে আমরা অবাক হয়ে যাই। বৈঠকে উপস্থিত আমরা সবাই কোহলিকে বলি তার সিদ্ধান্ত পুনরায় ভেবে দেখার জন্য। কিন্তু বিরাট ওর সিদ্ধান্তে অনড় থাকে।’ বিরাট কোহলি বনাম বোর্ড বিতর্কে বিসিসিআইয়ের পাশেই থাকলেন নির্বাচক কমিটির প্রধান। বিশ্বকাপের মতো ইভেন্টে নামার আগে কোহলির ওই হঠকারী সিদ্ধান্তে বোর্ডের প্রত্যেকেই খুব অবাক হয়েছিলেন।
একই সঙ্গে চেতন শর্মা বলেন, ‘সাদা বলের ক্রিকেটে একজনই অধিনায়ক থাকতে পারে। তাই রোহিতকেই আমরা একদিনের অধিনায়ক হিসেবে বেছে নিই।’ কোহলি বলেছিলেন দল বাছাইয়ের দেড় ঘণ্টা আগে তাঁকে জানানো হয়, একদিনের সিরিজে তিনি আর ক্যাপ্টেন থাকছেন না। সে প্রসঙ্গে চেতন শর্মা বলেন, ‘ওই দিন বিকেলের পরই আমাদের দল বাছাই করা হয়। এটা ঠিক সে দিনই আমরা বিরাটকে একদিনের ক্রিকেটের ক্যাপ্টেন্সির বিষয়টা জানাই। ও সেটাকে সহজেই মেনে নেয়। ক্রিকেটার আর বোর্ডের মধ্যে বোঝাপড়ার অভাব নেই।’
আরও পড়ুন: India Tour Of South Africa: একদিনের সিরিজে নেই আনফিট রোহিত, নেতা রাহুল