Bengal Cricket: বাংলার ক্রিকেটারদের জন্য বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষার আয়োজন সিএবি-র
বাংলার ক্রিকেটারদের পাশাপাশি সিএবির আম্পায়ার, সমস্ত কমিটির সদস্য, স্কোরার, অবজারভাররাও বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya) বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছেতেই এমন অভিনব উদ্যোগ। তিনিই বলেছিলেন সব ক্রিকেটারদের যাতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো যায় তার আয়োজন করতে।'
কলকাতা: বাংলার ক্রিকেটারদের জন্য বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করল সিএবি (Cricket Association of Bengal)। নতুন বছরে ৩ থেকে ৫ তারিখ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে সিএবি। যেখানে বাংলার সমস্ত ক্রিকেটাররা স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়াও বেঁধেছে সিএবি।
বাংলার ক্রিকেটারদের পাশাপাশি সিএবির আম্পায়ার, সমস্ত কমিটির সদস্য, স্কোরার, অবজারভাররাও বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya) বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছেতেই এমন অভিনব উদ্যোগ। তিনিই বলেছিলেন সব ক্রিকেটারদের যাতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো যায় তার আয়োজন করতে।’
সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনও ক্রিকেটারের শারীরিক অবস্থা জানতে এর বিকল্প কিছু হয়না। মরসুম শুরুর আগে এমন উদ্যোগ নেওয়া উচিত। এতে মাঠে দুর্ঘটনাও এড়ানো সম্ভব। অতীতে অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। আশা করব, এই স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আমরা বিপদ এড়াতে পারব। ক্রিকেটারদের জন্য যথাযথ ব্যবস্থাও নিতে পারব।’
বাংলার বর্তমান দলের পুরুষ ও মহিলা ক্রিকেটাররা সবাই এই পরীক্ষা করাতে পারবে। সব বয়সী ক্রিকেটারদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। মূলত ৫টা গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষা করা হবে। বোন ডেনসিটি টেস্ট, পালমোনারি ফাংকশন টেস্ট, হিমোগ্লোবিন পরীক্ষা, বডি মাস ইনডেক্স এবং ইসিজি পরীক্ষা করা হবে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা।
আরও পড়ুন: World Test XI: ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলে চার ভারতীয় ক্রিকেটার