NCA: এনসিএতে দুই বন্ধুর সাক্ষাৎ, পন্থ-পৃথ্বীর ছবি দেখে কী বলছেন নেটিজ়েনরা?

Rishabh Pant-Prithvi Shaw: দীর্ঘদিন পর ঋষভ পন্থের সঙ্গে দেখা হয়েছে পৃথ্বী শ-র। বর্তমানে পন্থ ও পৃথ্বী দু'জনই রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।

NCA: এনসিএতে দুই বন্ধুর সাক্ষাৎ, পন্থ-পৃথ্বীর ছবি দেখে কী বলছেন নেটিজ়েনরা?
NCA: এনসিএতে দুই বন্ধুর সাক্ষাৎ, পন্থ-পৃথ্বীর ছবি দেখে কী বলছেন নেটিজ়েনরা? Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 12:10 AM

বেঙ্গালুরু: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হল দুই বন্ধুর সাক্ষাৎ। গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুর এনসিএতে (NCA) রয়েছেন ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। সেখানে এ বার রিহ্যাবের জন্য এসেছেন ভারতীয় তারকা ক্রিকেটার পৃথ্বী শ (Prithvi Shaw)। তাতেই পন্থের সঙ্গে দেখা হয়েছে পৃথ্বীর। তা অনেকটা দুই বন্ধুর রিইউনিয়নের মতো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঋষভ ও পৃথ্বীর সেই ছবি ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজ়েনরা একাধিক কমেন্ট করেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইপিএলে ঋষভ পন্থ ও পৃথ্বী শ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। চলতি বছরের আইপিএলে ভালো পারফর্ম করতে পারেননি পৃথ্বী শ। সব ম্যাচে তাই খেলার সুযোগও পাননি ফর্মে না থাকা পৃথ্বী। অন্যদিকে ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়া ঋষভ পন্থ দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন। মৃত্যুমুখ থেকে ফিরে আসা ঋষভ দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কিন্তু ২০২৩ এর আইপিএলে তাঁর খেলা হয়নি। তিনি কবে ফের মাঠে ফিরবেন, তা এখনও নিশ্চিত বলতে পারছেন না বিসিসিআইয়ের মেডিকেল টিমের সদস্যরা। যে বিরাট দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন পন্থ, তাতে দ্রুত তাঁর মাঠে ফেরাটা বেশ কঠিন।

চোট পাওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকায় নতুন সদস্য পৃথ্বী শ। অগস্টে ভালো ছন্দেই ছিলেন তিনি। কাউন্টি ক্রিকেটে নর্দাম্পটনশায়ারের হয়ে ওয়ান ডে কাপ টুর্নামেন্টে খেলছিলেন পৃথ্বী। কিন্তু সেখানে ডারহামের বিরুদ্ধে এক ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান পৃথ্বী। সেই চোটই পৃথ্বীকে ক্রিকেট থেকে দূরে পাঠিয়েছে। আর এ বার ওই চোটের কারণেই এনসিএতে গেলেন পৃথ্বী। আর সেখানে তাঁর দেখা হল পন্থের সঙ্গে। পৃথ্বী ইন্সটাগ্রামে পন্থের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘দীর্ঘদিন পর ঋষভ পন্থের সঙ্গে দেখা করে দারুণ লাগল।’

prithvi shaw Instagram story

পন্থের সঙ্গে পৃথ্বীর দেখা। (ছবি-পৃথ্বী শ ইন্সটাগ্রাম)

এনসিএতে ঋষভ পন্থ ও পৃথ্বী শ-কে একসঙ্গে দেখে তাঁদের সমর্থকরা খুশি হয়েছেন। সোশ্যাল মিডিয়া সাইট X এ একাধিক কমেন্ট করেছেন পন্থ-পৃথ্বীর অনুরাগীরা। এক ঝলকে দেখে নিন —