Pakistan Cricket : ইসলামবিরোধী রাজনীতিককে খুনের পরিকল্পনা! ১২ বছরের জেল হতে পারে পাক ক্রিকেটারের

পাকিস্তানের বাসিন্দা ৩৭ বছরের প্রাক্তন পাক ক্রিকেটার খালিদ লতিফের বিরুদ্ধে হত্যার প্ররোচনা, অপরাধমূলক কর্মকাণ্ডের প্ররোচনা এবং ওয়াইল্ডার্সকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

Pakistan Cricket : ইসলামবিরোধী রাজনীতিককে খুনের পরিকল্পনা! ১২ বছরের জেল হতে পারে পাক ক্রিকেটারের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 5:01 PM

কলকাতা : শুরু হয়েছে ২০২৩ এশিয়া কাপ (Asia Cup 2023)। উদ্বোধনী ম্যাচে নেপালের বিরুদ্ধে ম্যাচে নেমেছে পাকিস্তান। বাবর আজমরা ২২ গজের লড়াইয়ে ব্যস্ত। ঠিক তখনই ডাচ রাজনীতিবিদের হত্যার পরিকল্পনার অভিযোগে ফেঁসে চরম বিপাকে প্রাক্তন পাক ক্রিকেটার খালিদ লতিফ। ২০১০ সালে এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন খালিদ (Khalid Latif)। এই প্রাক্তন ক্রিকেটারের ‘গুণ’-এর শেষ নেই। পাকিস্তান সুপার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন। সেই খালিদ এ বার খুনের পরিকল্পনার দায়ে অভিযুক্ত। অভিযোগ, ২০১৮ সালে ইসলাম বিরোধী হিসেবে পরিচিত ডাচ রাজনীতিক গ্রিট ওয়াইল্ডার্সকে হত্যার প্ররোচনা দেন পাক ক্রিকেটার। কোর্টে খালিদকে কমপক্ষে ১২ বছরের কারাদণ্ড দেওয়ার আর্জি জানিয়েছেন ডাচ প্রসিকিউটর। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের বাসিন্দা ৩৭ বছরের প্রাক্তন পাক ক্রিকেটার খালিদ লতিফের বিরুদ্ধে হত্যার প্ররোচনা, অপরাধমূলক কর্মকাণ্ডের প্ররোচনা এবং ওয়াইল্ডার্সকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। কোর্টে আইনজীবী জানিয়েছেন, ২০১৮ সালে লতিফ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। গ্রিট ওয়াইল্ডার্সকে হত্যা করলে ২১ হাজার ইউরো পুরস্কার দেবেন বলে ঘোষণা করেন! ভিডিয়োটি ডাচ রাজনীতিবিদের কাছে পৌঁছয়। প্রবল ইসলাম বিরোধী ওয়াইল্ডার্স তখন নবী মহম্মদের ব্যঙ্গচিত্র আঁকার প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা করছেন। ইসলাম ধর্মে মূর্তিপুজো নিষিদ্ধ। নবী মহম্মদের ব্যঙ্গচিত্র অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষের অত্যন্ত আপত্তিকর বলে মনে হয়েছিল। প্রবল প্রতিবাদ ওঠে। পরে অবশ্য প্রতিযোগিতাটি বাতিল হয়ে যায়।

প্রাথমিক ভাবে অনুমান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ওয়াইল্ডার্সের বিরুদ্ধে ক্ষেপে ওঠেন লতিফ। তাঁকে হত্যার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। এই অভিযোগের বিরুদ্ধে প্রতিক্রিয়ার জন্য খালিদ লতিফের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। আগামী ১১ সেপ্টেম্বর এই মামলার রায় ঘোষণা করবে নেদারল্যান্ডসের আদালত।