ICC Women’s T20I Team of the Year: আইসিসির বর্ষসেরা টি-২০ টিমে বাংলার রিচা, দীপ্তি

Richa Ghosh: টি-২০তে স্ট্রাইক রেট ১৫০-র উপরে। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে ১৮টি ম্যাচে ২৫৯ রান তাঁর সংগ্রহে। ঝুলিতে ১৩টি ছয়।

ICC Women's T20I Team of the Year: আইসিসির বর্ষসেরা টি-২০ টিমে বাংলার রিচা, দীপ্তি
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2023 | 2:54 PM

দুবাই: দক্ষিণ আফ্রিকায় চলছে মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ। সেখানেই আপাতত ব্যস্ত বাংলার ক্রিকেটার রিচা ঘোষ (Richa Ghosh)। ম্যান্ডেলার দেশে কাপ যুদ্ধের মাঝেই এল দারুণ খবর। ২০২২ সালে টি-২০তে আইসিসির নির্বাচিত সেরা ১১ জন মহিলা ক্রিকেটারের তালিকায় রয়েছেন শিলিগুড়ির মেয়ে রিচা (Women’s Cricket)। উইকেটের পিছনে ও ব্যাট হাতে বাঙালি কন্যের দক্ষতা নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। ১৯ বছরের রিচা সিনিয়র দলে গোটা বছরটা দাপট দেখিয়েছেন। টি-২০তে স্ট্রাইক রেট ১৫০-র উপরে। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে ১৮টি ম্যাচে ২৫৯ রান তাঁর সংগ্রহে। ঝুলিতে ১৩টি ছয়। ব্র্যাবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৯ বলে অপরাজিত ৪০ রান করেন। এখনও পর্যন্ত রিচার সেরা ইনিংস। রিচা-সহ তালিকায় রয়েছেন মোট চারজন ভারতীয় ক্রিকেটার। বিস্তারিত Tv9 Bangla-র এই প্রতিবেদনে।

তালিকায় রয়েছেন বাংলার আরও এক ক্রিকেটার, দীপ্তি শর্মা। ২৫ বছরের স্পিন অলরাউন্ডার দীপ্তি দীর্ঘদিন ধরে ভারতীয় দলের ভরসার মুখ। ২০২২ সালে দীপ্তি শিরোনামে ছিলেন ক্রিকেটের মক্কা বলে পরিচিত লর্ডসের মাঠে মানকাডিং করার সাহস দেখিয়ে। কিংবদন্তি ঝুলন গোস্বামীর শেষ ম্যাচে ইংল্যান্ডের চার্লি ডিনকে মানকাডিং বা নন স্ট্রাইকার প্রান্তে আউট করেন। ইংল্যান্ড তো বটেই ভারত ছাড়া বাদবাকি ক্রিকেট বিশ্ব দীপ্তির সমালোচনায় নামেন। ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন তোলেন। তাতে থোড়াই কেয়ার দীপ্তির। গোটা বছর জুড়ে এই অফস্পিনার টি-২০তে ২৯টি উইকেট নিয়েছেন। মেয়েদের টি-২০তে যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার। গড় ১৮.১১। ছয়ের উপরে ইকোনমি রেটে বল করেন। একইসঙ্গে ব্যাট হাতেও দক্ষ তিনি। ২০২২ সালে টি-২০তে দীপ্তির ব্যাটে এসেছে মোট ৩৭০ রান। গড় ৩৭ এবং স্ট্রাইক রেট ১৩৬.০২। বাংলাদেশে আয়োজিত মেয়েদের এশিয়া কাপে ১৩টি উইকেট নিয়েছিলেন বাংলার ক্রিকেটার। টুর্নামেন্টের সেরা হন তিনি।

তালিকার আরও একটি নাম দেশের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার। ৩৩ গড়ে সারাবছর ধরে টি-২০তে ৫৯৪ রান স্মৃতির। ২১টি ইনিংসে পাঁচটি অর্ধশতরান। গত বছরের অক্টোবরে শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালেও অর্ধশতরান করেন স্মৃতি। মাত্র ২৫ বলে ৫১ রান। টুর্নামেন্টে দলের হয়ে ৭০ শতাংশ রান করেছিলেন মান্ধানা। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর দুটো হাফ-সেঞ্চুরি দলের জয়ে সাহায্য করেছিল। ২০২২ সালে মেয়েদের টি-২০তে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে চতুর্থ স্থানে স্মৃতি।

চতুর্থ জন হলেন টি-২০তে গতবছর ২২টি উইকেট নেওয়া রেণুকা সিং। ডানহাতি মিডিয়াম পেসার রেণুকার গড় ২৩.৯৫। ইকোনমি রেট ৬.৫০। আইসিসির বর্ষসেরা উঠতি মহিলা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন রেণুকা।