T20 World Cup 2022: আজ জিতলেই কার্যত সুপার ১২-এ নামিবিয়া, শ্রীলঙ্কার মরণ বাঁচন ম্যাচ

T20 World Cup: শ্রীলঙ্কার কাছে টিকে থাকার ম্যাচ। তার আগে অলরাউন্ডার চামিকা করুণারত্নে বলছেন, 'প্রথম ম্যাচে হেরেছি। সুতরাং, এই মুহূর্তে আমাদের জেতা ছাড়া কোনও বিকল্প নেই।

T20 World Cup 2022: আজ জিতলেই কার্যত সুপার ১২-এ নামিবিয়া, শ্রীলঙ্কার মরণ বাঁচন ম্যাচ
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2022 | 2:45 AM

জিলং : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) প্রথম ম্যাচেই বিরাট ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। এ বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা (Sri Lanka )। বিশ্বকাপেও তেমনই একটা প্রত্যাবর্তনের আশায় দাসুন শানাকার নেততৃত্বাধীন শ্রীলঙ্কা। সেই লক্ষ্যেই নামছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ আরব আমিরশাহি। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নামিবিয়া ও নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ জমিয়ে দিয়েছে নামিবিয়া (Namibia)। আজকের ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে পারলে কার্যত সুপার টুয়েলভ নিশ্চিত। তার অন্যতম কারণ নেট রান রেট অনেকটাই বেশি নামিবিয়ার। গ্রুপ এ-র বর্তমান চিত্র তুলে ধরল TV9Bangla

ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কৃতিত্ব কোচকেই দিয়েছেন নামিবিয়া অধিনায়ক জেরার্ড এরাসমাস। তাঁর মতে, দলের সংস্কৃতিই বদলে দিয়েছেন কোচ। এ প্রসঙ্গে নামিবিয়া কোচ পিয়েরে ডি ব্রুইন বলেন, ‘সংস্কৃতি বদলাতে কিংবা নতুন সংস্কৃতি প্রতিষ্ঠিত করা, একটা দীর্ঘ সফর। ২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পরই কোন জায়গাগুলোয় বদল দরকার সেগুলো চিহ্নিত করি। ভিত শক্ত করাটা বেশি জরুরি। তেমনই জয়ের জন্য সকলে মিলে একটা শক্ত মঞ্চ গড়া প্রয়োজন ছিল। জয়ের সংস্কৃতি তৈরির সময় লাগলেও, আগের ম্যাচেও সকলেই দেখেছে, জেতার জন্য সাহস চাই। আমার প্লেয়াররা সেটাই দেখিয়েছে।’

নেদারল্যান্ডস ম্য়াচের আগে প্লেয়ারদের জন্য নামিবিয়া কোচের বার্তা, ‘আমার সহজ বার্তা, বিনয়ী থাকতে হবে। টুর্নামেন্টে এখনও অনেকটা পথ বাকি। প্রতি ম্যাচেই সাফল্য আসবে তার কোনও গ্যারান্টি নেই। দল হিসেবে কোনওভাবেই আত্মতুষ্টিকে ঢুকতে দেব না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নতুন একটা ম্যাচ। হারলে সমস্যা তৈরি হবে। সুতরাং, এই ম্যাচে আমাদের জিততেই হবে।’

অন্যম্যাচে, শ্রীলঙ্কা নামবে আরব আমিরশাহির বিরুদ্ধে। শ্রীলঙ্কার কাছে টিকে থাকার ম্যাচ। তার আগে অলরাউন্ডার চামিকা করুণারত্নে বলছেন, ‘প্রথম ম্যাচে হেরেছি। সুতরাং, এই মুহূর্তে আমাদের জেতা ছাড়া কোনও বিকল্প নেই। যে ভাবেই হোক জিততে হবে। শুধু এই ম্যাচই নয়, বাকি দুটো ম্যাচেই জিততে হবে আমাদের। তার জন্য দল হিসেবে একশো শতাংশের বেশি দিতে হবে। গ্রুপ এখনও ওপেন। দুটো ম্যাচ জিতলে সব ঠিক হতে পারে।’

নামিবিয়া বনাম নেদারল্যান্ডস, সকাল ৯.৩০

শ্রীলঙ্কা বনাম আরব আমিরশাহি, দুপুর ১.৩০