T20 World Cup 2022: সচিনের বিশ্লেষণ, বুমরার সেরা বিকল্প সামিই
Sachin Tendulkar: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম ম্যাচেও তাঁকে শুরু থেকে ব্যবহার করা হয়নি। সামিকে চ্যালেঞ্জ করাই লক্ষ্য ছিল, অধিনায়ক রোহিত শর্মা এমনটাই জানিয়েছেন। চ্যালেঞ্জ নিয়ে একশো শতাংশ নম্বর নিয়েই পাশ করেছেন সামি।
নয়াদিল্লি : অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022)। জসপ্রীত বুমরার মতো পেসার ছিটকে যাওয়ায় ভারতীয় শিবিরে অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে বুমরার ছিটকে যাওয়া বড় ধাক্কা। তাঁর যোগ্য বিকল্প কে হতে পারে! এই নিয়ে চর্চাও কম হয়নি। প্রায় এক বছর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ পাননি মহম্মদ সামি (Mohammed Shami)। বিশ্বকাপের পরিকল্পনায় নেই, সামি। এশিয়া কাপের স্কোয়াডে সামিকে না রাখায় এমনটাই আন্দাজ করা হয়েছিল। এশিয়া কাপে বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিংয়ের দুর্দশা নজরে পড়েছে। বিশ্বকাপেও সামিকে স্ট্যান্ড বাই রাখা হয়েছিল। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে রাখা হলেও কোভিডের জন্য খেলতে পারেননি। বিশ্বকাপের জন্য কতটা ফিট হয়ে উঠতে পারবেন তা নিয়ে সন্দেহ ছিল। এ দিন ওয়ার্ম আপ ম্যাচে সব যদি-কিন্তু দূরে সরিয়ে দিলেন। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) বলছেন, বুমরার ছিটকে যাওয়া বড় ধাক্কা হলেও সামিই সেরা বিকল্প। সচিনের মন্তব্য তুলে ধরল Tv9Bangla।
সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে সচিন বলেন, ‘বিশ্বকাপে বুমরার না থাকাটা বড় ক্ষতি। আমাদের একজন স্ট্রাইক বোলার প্রয়োজন ছিল। একজন বিশেষজ্ঞ পেসার। যে আক্রমণাত্মক বোলিং করবে এবং উইকেট নেবে। সামি প্রমাণ করেছে ও দারুণ বিকল্প।’ তরুণ বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের বোলিংয়েও মুগ্ধ কিংবদন্তি সচিন। সংক্ষিপ্ত কেরিয়ারে এখনও অবধি ধারাবাহিকতা দেখাতে পেরেছেন অর্শদীপ। সচিনের মতে, ‘ওকে দেখে বেশ পরিণত মনে হয়। অনেক প্রত্যাশা জাগিয়েছে অর্শদীপ। আমি ওকে যতটুকু দেখেছি, মানসিকতা যেটুকু বুঝেছি, ওর দায়বদ্ধতা রয়েছে।’
গত টি২০ বিশ্বকাপের পর থেকে আর এই ফরম্যাটে জাতীয় দলে সুযোগ পাননি সামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম ম্যাচেও তাঁকে শুরু থেকে ব্যবহার করা হয়নি। সামিকে চ্যালেঞ্জ করাই লক্ষ্য ছিল, অধিনায়ক রোহিত শর্মা এমনটাই জানিয়েছেন। চ্যালেঞ্জ নিয়ে একশো শতাংশ নম্বর নিয়েই পাশ করেছেন সামি। শেষ ওভারে অস্ট্রেলিয়ার মাত্র ১১ রান প্রয়োজন ছিল। হাতে ছিল ৪ উইকেট। সামির হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত। মাত্র ৪ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ জেতান মহম্মদ সামি। একটি উইকেটের ক্ষেত্রে বাউন্ডারি লাইনে এক হাতে অনবদ্য ক্যাচ নিয়েছেন বিরাট কোহলি। শেষ দু-বলে নিখুঁত ইয়র্কারে উইকেট ছিটকে দেন সামি।