T20 World Cup 2022: সিকান্দারের অলরাউন্ড পারফরম্যান্স, জিম্বাবোয়ের রাজকীয় জয়
Zimbabwe vs Ireland: বল হাতে জিম্বাবোয়েকে দারুণ শুরু দেন ব্লেসিং মুজুরবানি এবং রিচার্ড এনগারাভা। এত বড় রান তাড়ায় আয়ারল্যান্ডের বিধ্বংসী শুরুর প্রয়োজন ছিল। মুজুরবানি-এনগারাভার ওপেনিং স্পেলেই রাস্তা কঠিন হয় আয়ারল্যান্ডের। ৪ ওভারের মধ্যেই টপ অর্ডারের চার তারকা ব্যাটার আউট।
হোবার্ট : টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) জয় দিয়ে শুরু করল জিম্বাবোয়ে। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৩১ রানের ব্যবধানে হারাল তারা। অলরাউন্ড পারফরম্যান্স সিকান্দার রাজার (Sikandar Raza)। তাঁর সৌজন্যে রাজকীয় জয় জিম্বাবোয়ের (Zimbabwe vs Ireland)। শুরুতে অবশ্য ধাক্কা খেয়েছিল তারা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অ্যান্ড্রু বলবির্নি। তাঁর বোলাররা সিদ্ধান্তের মর্যাদা রাখেন। জিম্বাবোয়ে মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারায়। বাঁ হাতি পেসার জশ লিটল ফেরান জিম্বাবোয়ে রেগিস চাকাভাকে (০)। এরপরই নেন ওয়েসলি মাধবেরের (২২) উইকেট নেন লিটল। জিম্বাবোয়ের বিপদ বাড়ান স্পিনার সিমি সিং। অধিনায়ক ক্রেগ আরভিনকে ফেরান। সেখান থেকে ঘুরে দাঁড়ায় গত এক বছর চোখ ধাঁধানো ক্রিকেট খেলা জিম্বাবোয়ে।
জিম্বাবোয়ের সাফল্যের ক্ষেত্রে বড় অবদান রয়েছে সিকান্দার রাজার। দীর্ঘদিন ধরেই দলের অন্যতম প্রধান মুখ সিকান্দার। এই ম্যাচে ঘুরে দাঁড়াতেও একটা পার্টনারশিপ প্রয়োজন ছিল। রাজা এবং শন উইলিয়ামস সেই পার্টনারশিপটাই গড়লেন। চতুর্থ উইকেটে ৪২ রান যোগ করেন তাঁরা। শন উইলিয়ামসকে ফিরিয়ে ফের ধাক্কা সিমি সিংয়ের। তবে রাজাকে থামাতে পারেনি আয়ারল্যান্ড। এক দিক থেকে উইকেট পড়তে থাকলেও সিকান্দার ‘রাজা’র হালেই ব্যাটিং চালিয়ে যান। লোয়ার অর্ডার ব্যাটারদের সঙ্গেও গুরুত্বপূর্ণ জুটি গড়েন। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানের বড় স্কোর গড়ে জিম্বাবোয়ে। রাজা ৪৮ বলে ৮২ রান করেন। পাঁচটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি।
বল হাতে জিম্বাবোয়েকে দারুণ শুরু দেন ব্লেসিং মুজুরবানি এবং রিচার্ড এনগারাভা। এত বড় রান তাড়ায় আয়ারল্যান্ডের বিধ্বংসী শুরুর প্রয়োজন ছিল। মুজুরবানি-এনগারাভার ওপেনিং স্পেলেই রাস্তা কঠিন হয় আয়ারল্যান্ডের। ৪ ওভারের মধ্যেই টপ অর্ডারের চার তারকা ব্যাটার আউট। সেখান থেকে এত বড় রান তাড়া করে জেতা সম্ভব ছিল না। আয়ারল্যান্ডও পারল না। নেট রান রেটে যাতে খুব পিছিয়ে না পড়ে, শেষ দিকে মূলত হারের ব্যবধান কমানোই লক্ষ্য করে আয়ারল্যান্ড। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান অবধি পৌঁছায়। জিম্বাবোয়ের হয়ে ৩ উইকেট নেন মুজুরবানি। ২টি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও তেন্ডাই চাতারা। ব্যাটিংয়ের পর বোলিংয়েও ভরসা দেন শন উইলিয়ামস ও সিকান্দার রাজা। ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরাও সিকান্দার।