Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GT vs SRH : আরও একটা অনবদ্য স্পেল, কী বলছেন সামি?

Gujarat Titans vs Sunrisers Hyderabad Post Match : পাওয়ার প্লে-তে বিশেষ কী পরিকল্পনা থাকে? সামির কথায়, ‘তেমন কিছু নয়। একই লাইন লেন্থে লাগাতার বল রাখার চেষ্টা করি। নতুন বলে এই পরিকল্পনাতেই সাফল্য পেয়ে এসেছি। তাই বিশেষ কিছুর প্রয়োজনও পড়ে না।’

GT vs SRH : আরও একটা অনবদ্য স্পেল, কী বলছেন সামি?
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2023 | 1:26 AM

দীপঙ্কর ঘোষাল : প্রথম দল হিসেবে এ বারের আইপিএলে প্লে-অফ নিশ্চিত করল গুজরাট টাইটান্স। টস হেরে প্রথমে ব্যাট করে টাইটান্স। প্রথম ওভারেই ঋদ্ধিমান সাহার উইকেটে হারানো কিছুটা কি চাপে ফেলেছিল টাইটান্সকে? শুভমন গিলের ব্যাটিং দেখে মনে হয়নি। তেমনই তিনে নামা সাই সুদর্শন অনবদ্য ব্যাটিং করেন। এ মরসুমে গুজরাট টাইটান্সের সর্বাধিক রানের জুটি গড়লেন শুভমন গিল ও সাই সুদর্শন। দ্বিতীয় উইকেটে ১৪৭ রান যোগ করে তারা। শুভমন গিল একদিক আগলে রাখলেও উল্টো দিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। একটা সময় টাইটান্সের ২০০ প্লাস স্কোর সহজ মনে হলেও শেষ অবধি ১৮৮-৯ স্কোরেই থামে তারা। এই রান নিয়েও ৩৪ রানের বড় জয়। তার অন্যতম কারণ মহম্মদ সামির পারফরম্যান্স। ব্যাট হাতে যেমন শুভমনের সেঞ্চুরি, বোলিংয়ে তেমনই সামির বোলিং। ম্যাচ শেষে কী বললেন টাইটান্সের জয়ের দুই নায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাওয়ার প্লে-তেই তিন ওভারের স্পেল শেষ করেন মহম্মদ সামি। ৩ ওভারে ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট। ১৭তম ওভারে আরও বিধ্বংসী ক্লাসেনকে ফেরান। সামি বলছেন, ‘আমি মূলত সঠিক জায়গায় বল ফেলার দিকে নজর দিয়েছিলাম। নিজের যেটা শক্তি সেটাকেই কাজে লাগিয়েছি। ভালো লাইন লেন্থে বোলিংয়ের চেষ্টা করেছি।’ পাওয়ার প্লে-তে বিশেষ কী পরিকল্পনা থাকে? সামির কথায়, ‘তেমন কিছু নয়। একই লাইন লেন্থে লাগাতার বল রাখার চেষ্টা করি। নতুন বলে এই পরিকল্পনাতেই সাফল্য পেয়ে এসেছি। তাই বিশেষ কিছুর প্রয়োজনও পড়ে না।’ কৃতিত্ব দিতে ভুললেন না সতীর্থদেরও। সামি যোগ করলেন, ‘পিচ গত ম্যাচের মতোই ছিল। মিডল ওভারে মোহিত দারুণ বোলিং করেছে। পাশাপাশি দারুণ সাহায্য করেছে রশিদ এবং নুরও।’

ম্যাচের সেরা শুভমন গিল বলছেন, ‘আমার আইপিএল অভিষেক হয়েছিল সানরাইজার্সের বিরুদ্ধে। একই দলের বিরুদ্ধে আইপিএলের প্রথম সেঞ্চুরিও করলাম। ব্যাটিংয়ের সময় দলের প্রয়োজনেই ফোকাস ছিল।’ ৫৮ বলে ১০১ রানের ইনিংসে ১৩টি বাউন্ডারি এবং একটি ছয় মেরেছেন শুভমন। কোন বাউন্ডারিটা বেশি তৃপ্তির? হাসি মুখে শুভমন বলেন, ‘সবচেয়ে বেশি ভালো লেগেছে অভিষেকের ওভারে ছয় মারায়। ও আমার ছেলেবেলার বন্ধু।’