Yashasvi Jaiswal : পেটের দায়ে ফুচকা বিক্রি করতেন, রাত কাটত তাঁবুতে; সেই যশস্বী এখন আইপিএলের শতরানকারী
IPL 2023 : আইপিএলের সহস্রতম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ৬২ বলে ১২৪ রানের চোখধাঁধানো ইনিংস উপহার দিয়েছেন রাজস্থান রয়্যালসের (RR) তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তাঁর শতরানের ইনিংস সাজানো ছিস ১৬টি চার ও ৮টি ছয় দিয়ে।
মুম্বই : সাফল্যের কোনও শর্টকাট হয় না। জীবনের লড়াইয়েও ঠিক তেমনই একটা মন্ত্র রয়েছে — যে সয়, সে রয়। ২২ গজে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দেন যাঁরা বা উইকেট নিয়ে প্রতিপক্ষ দলে কাঁপুনি ধরিয়ে দেন যে ক্রিকেটাররা তাঁদের সকলের ক্রিকেটার হয়ে ওঠার পথটা সহজ হয় না। একাধিক ক্রিকেটারের উত্থানের কাহিনি শুনলে চোখে জল আসতে বাধ্য। দারিদ্রতাকে ঠেলে নিজের স্বপ্ন অবিচল থেকে সাফল্য পাওয়া তেমন একজন ক্রিকেটার হলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আইপিএলের ১০০০তম মাইলস্টোন ম্যাচ যিনি রাঙিয়ে রাখলেন একটা ঝকঝকে সেঞ্চুরি দিয়েছে। মুম্বই তাঁকে অনেক কিছু দিয়েছে। যদিও রবি-রাতে আইপিএলের (IPL 2023) ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরি দলকে জেতাতে পারেনি। তবে পিঙ্ক আর্মির যশস্বী সবার মন জয় করে নিয়েছেন। তাই সকলের মুখে এখন একটাই কথা, ‘যশস্বী ভব’। একটা সময় পেটের দায়ে ফুচকা বিক্রি করে দিন গুজরান করেছেন যশস্বী। সেই তিনিই এখন আইপিএলের সেঞ্চুরিয়ান। কার ভাগ্য যে কখন, কোন দিকে মোড় নেবে তা কেউ বলতে পারে না। ২১ বছরের যশস্বীর সামনে এখন লম্বা পথ বাকি। এ বার দেখার তাঁর ক্রিকেট কেরিয়ার কোন দিকে এগোয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
উত্তরপ্রদেশের ভাদোহি জেলার সুরিয়ায় জন্ম যশস্বীর। ছেলেবেলা থেকেই ক্রিকেটে ঝোঁক ছিল তাঁর। মাত্র ১০ বছর বয়সে উত্তরপ্রদেশ থেকে মুম্বইয়ে চলে আসেন যশস্বী। দিন গুজরাট করার জন্য এক দোকানে কাজ খোঁজেন যশস্বী। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে আসা যশস্বী দোকানে বেশি সময় দিতে পারতেন না। আর দোকানে থাকলে ক্রিকেট অনুশীলনই বা কখন করবেন। তাই একটা সময় দোকান থেকে তাঁকে বের করে দেওয়া হয়। ওই সময় এক মাঠকর্মীর সঙ্গে যশস্বীর আলাপ হয়। তাঁর সাহায্যে তিনি এরপর আজাদ ময়দানের তাঁবুতে থাকা শুরু করেন। কিন্তু পেটের জ্বালা মেটাতে যেহেতু টাকা প্রয়োজন তাই, যশস্বী ক্রিকেট অনুশীলনের পর আজাদ ময়দানে ফুচকা বিক্রি করা শুরু করেন।
যশস্বীর প্রতিভা লুকিয়ে থাকেনি। হঠাৎ তিনি কোচ জ্বালা সিংয়ের নজরে পড়ে যান। এরপর তাঁকে ট্রেনিং দেওয়ার দায়িত্ব নেন জ্বালা সিং। শুধু তাই নয়, তাঁর থাকা খাওয়ার ব্যবস্থাও করেন জ্বালা সিং। এরপর মুম্বইয়ের সান্তাক্রুজে জ্বালার অ্যাকাডেমিতে শুরু হয় যশস্বীর এক আলাদা সফরনামা। ২১ বছর বয়সী তরুণ ক্রিকেটারের কেরিয়ারে নজর রাখলে দেখা যাবে, ভারতীয় ক্রিকেটের বিস্ময় প্রতিভা যশস্বী। ২০১৯ সালে মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় যশস্বীর। ২০২০ সালে তিনি সুযোগ পান ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। সে বার টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন যশস্বী। টুর্নামেন্ট সেরার পুরস্কার যে কারণে পেয়েছিলেন যশস্বী। ২০২০ সালেই তাঁর আইপিএলে অভিষেক হয়। ভারতীয় ক্রিকেটে যশস্বীর আরও নজির রয়েছে। মাত্র ১৭ বছর বয়সে দেশের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন যশস্বী। সেই যশস্বী এখন আইপিএলের স্টার পারফর্মার। তাঁর সামনে অনেকটা পথ এখনও বাকি।