Virat Kohli on Anushka Sharma Birthday : ‘তুমিই আমার সব’, অনুষ্কার জন্মদিনে বিরাটের আদুরে পোস্ট

Anushka Sharma Happy Birthday : দেখতে দেখতে জীবনের ৩৪টা বসন্ত পার করে ফেললেন বলি ডিভা অনুষ্কা শর্মা। আজ তাঁর ৩৫তম জন্মদিন। সকাল থেকেই বিরুষ্কার অনুরাগীরা অনুষ্কাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সকলের নজর ছিল বিরাট কোহলির (Virat Kohli) সোশ্যাল মিডিয়াতেও। অনুষ্কার জন্মদিনে তিনি এক আদুরে পোস্ট শেয়ার করেছেন।

Virat Kohli on Anushka Sharma Birthday : 'তুমিই আমার সব', অনুষ্কার জন্মদিনে বিরাটের আদুরে পোস্ট
'তুমিই আমার সব', অনুষ্কার জন্মদিনে বিরাটের আদুরে পোস্টImage Credit source: Virat Kohli Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 5:11 PM

মুম্বই : জন্মদিন অনেকের কাছেই ভীষণ স্পেশাল হয়। কেউ এই দিনটা হইহই করে সেলিব্রেট করতে ভালোবাসেন। কেউ আবার জন্মদিন পালনে অনিহাও প্রকাশ করেন। তবে এই স্পেশাল দিনে জীবনের বিশেষ মানুষটি যদি মন ছুঁয়ে যাওয়ার মতো জন্মদিনের শুভেচ্ছা জানায়, তা হলে তো আর কথাই নেই। বলিউড ডিভা অনুষ্কা শর্মা (Anushka Sharma) আজ ৩৫ এ পা দিলেন। স্ত্রী অনুষ্কার জন্মদিনে প্রতিবছরই কিছু না কিছু বিশেষ বার্তা দেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এ বারও তার অন্যথা হল না। সক্কাল সক্কাল সোশ্যাল মিডিয়ায় স্ত্রী অনুষ্কার একগুচ্ছ ছবি শেয়ার করে বিরাট এক আদুরে পোস্ট করেছেন। সেই পোস্টে হু হু করে লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বইছে। অনুষ্কার ৩৫তম জন্মদিনে (Birthday) বিরাট কী বার্তা দিলেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বছরভর বিরুষ্কা জুটি নিয়ে তাঁদের অনুরাগীদের মাতামাতির শেষ নেই। ক্রিকেট-বলিউড মিশেলে একাধিক জুটি রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় থাকেন বিরাট-অনুষ্কা। আজ অনুষ্কা নিজের ৩৫তম জন্মদিন সেলিব্রেট করছেন। অনুষ্কার জন্মদিনে বিরাট তাঁর মোট ৭টি ছবি শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে অনুষ্কার সঙ্গে বিরাট নিজেও রয়েছেন। বিরাটের সঙ্গে অনুষ্কার কাটানো একাধিক মুহূর্ত থেকে বেশ কিছু ছবি বেছে নিয়েছেন ভিকে। স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছাবার্তায় বিরাট লেখেন, ‘রোগা হও বা মোটা, তোমার সমস্ত সুন্দর পাগলামির জন্য তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন অনুষ্কা। তুমি আমার সবকিছু।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে রাজকীয়ভাবে বিয়ে করেন বিরাট ও অনুষ্কা। ২০২১ সালে তাঁদের কোল আলো করে জন্ম হয় ভামিকার। একমাত্র কন্যা ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার বিরাটের। বর্তমানে বিরাট কোহলি ১৬তম আইপিএলে ব্যস্ত। আজ, লখনউ সুপার জায়ান্টসদের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে আরসিবির ম্যাচ রয়েছে। চলতি আইপিএলে আরসিবির একাধিক ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে অনুষ্কাকে।