Virat Kohli: বিশ্বকাপ জল্পনার মাঝে বিরাট কোহলি, ‘বিশ্বে টি-টোয়েন্টির প্রচার করা হয় আমার নামে’
Royal Challengers Bengaluru vs Punjab Kings: দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে, টি-টোয়েন্টিতে বিরাটের স্ট্রাইকরেট নিয়ে। জানুয়ারিতে দেশের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছিলেন বিরাট কোহলি। পারফরম্যান্স আশানুরূপ নয়। আচ্ছা ভাবুন তো, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে নেই বিরাট কোহলি! এ বার মনে করুন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নের সেই ইনিংস। বেঙ্গালুরুতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঠিক যেন ক্লাস বিরাট কোহলিকে পাওয়া গেল।
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিরাট কোহলি কি ভারতের স্কোয়াডে সুযোগ পাবেন? এই জল্পনা বেশ কিছুদিন থেকেই চলছে। বরং পরিস্থিতিটা বলা ভালো নেতিবাচক। বিশ্বকাপে বিরাট সুযোগ পাবেন না, এমনই বলা হচ্ছে। রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন, ঘোষণা করেছেন খোদ বোর্ড সচিব। বিরাট দলে থাকবেন কিনা, এ নিয়ে বোর্ডের তরফে কোনও ইঙ্গিত নেই। আইপিএলের পারফরম্যান্স একটা মাপকাঠি হবে সকলের ক্ষেত্রেই। বিরাট কোহলিকেও কি এই পরীক্ষাই দিতে হচ্ছে?
দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে, টি-টোয়েন্টিতে বিরাটের স্ট্রাইকরেট নিয়ে। জানুয়ারিতে দেশের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছিলেন বিরাট কোহলি। পারফরম্যান্স আশানুরূপ নয়। আচ্ছা ভাবুন তো, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে নেই বিরাট কোহলি! এ বার মনে করুন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নের সেই ইনিংস। বেঙ্গালুরুতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঠিক যেন ক্লাস বিরাট কোহলিকে পাওয়া গেল।
চিন্নাস্বামীতে রান তাড়ায় নেমেছিল আরসিবি। পঞ্জাবের হয়ে বোলিং ওপেন স্যাম কারান। ডট বলে শুরু। প্রথম ওভারে বিরাট কোহলি ০-৪-৪-৪-০-৪। সব মিলিয়ে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস। ১১টি বাউন্ডারি, দুটি ছয়। এর মধ্যে একটি ছয়, স্টেপ আউট করে কভারের উপর দিয়ে। ১৫৭-র বেশি স্ট্রাইকরেটে ৭৭ রানের ইনিংস। এরপরও কি বিরাটের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে! উঠতেও পারে। বিধ্বংসী শুরু নিয়ে বিরাট বলেন, ‘টি-টোয়েন্টিতে ওপেনিং করছি। আমার লক্ষ্যই থাকে বিধ্বংসী শুরুর। পিচে গতির হেরফের ছিল। তবে উল্টোদিক থেকে উইকেট পড়ায় একটু সতর্ক হতে হয়েছিল। শুরুটা ভালো হলেও আমার আক্ষেপ রয়ে গিয়েছে। ম্যাচটা আমারই ফিনিশ করে আসা উচিত ছিল।’
Is there a better player of the cover drive in the world than Virat Kohli? 🤌🤌🤌#IPLonJioCinema #RCBvPBKS #TATAIPL pic.twitter.com/vX5GCEtItu
— JioCinema (@JioCinema) March 25, 2024
স্টেপ আউট করে কভার ফিল্ডারের উপর দিয়ে বাউন্ডারিগুলো? বিরাট বলছেন, ‘সকলেই জানে আমি কভার ড্রাইভ খেলতে ভালো বাসি। কেজি (কাগিসো রাবাডা), অর্শদীপরা আমাকে সেই সুযোগ দেবে না এটাই তো স্বাভাবিক। আমাকেও রাস্তা বের করে নিতে হবে। যদি খুব ভুল না করি, বিশ্বের অনেক দেশেই টি-টোয়েন্টি ক্রিকেটের প্রোমোশন করার জন্য আমার নাম ব্যবহার করা হয়। আমাকেও তো এর মর্যাদা দিতে হবে!’ বিশ্বকাপ জল্পনায় কোহলি যে বিরাট বার্তা দিয়ে গেলেন, এটা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়।