ICC World Cup 2023 Points Table: জিতেও ভারত দুইয়ে! বিরাটের সেঞ্চুরির জন্যই কি?
ICC ODI World Cup 2023: ভারত-বাংলাদেশ ম্যাচের আগে চার ম্যাচে ৮ পয়েন্ট এবং +১.৯২৩ নেট রান রেটে শীর্ষে ছিল নিউজিল্যান্ড। তিন ম্যাচ পর ভারতের নেট রান রেট ছিল +১.৮২১। বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটের বড় ব্যবধানে জেতে ভারত। যদিও নেট রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়। তার অন্যতম কারণ বিরাটের সেঞ্চুরির অপেক্ষা। ৫১ বল বাকি থাকতে ম্যাচ জেতে ভারত। সুযোগ ছিল আরও অনেক আগেই ম্যাচ জেতার।

কলকাতা: তেইশের বিশ্বকাপে ভারতের টানা চার ম্যাচ জয়। শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর আফগানিস্তানকে সহজেই হারায় টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধেও বড় জয়। নেট রান রেটও দুর্দান্ত টিম ইন্ডিয়ার। শীর্ষেই ছিল। তবে নিউজিল্যান্ডও টানা চার ম্যাচ জিতেছে। ভারতকে ছাপিয়ে শীর্ষে উঠেছিল। অঙ্ক বলছিল, বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতলে শীর্ষে ওঠার সুযোগ ছিল। ভারত জিতলেও নিউজিল্যান্ডই শীর্ষে থাকল। বিরাট কোহলির সেঞ্চুরির জন্যই কি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারত-বাংলাদেশ ম্যাচের আগে চার ম্যাচে ৮ পয়েন্ট এবং +১.৯২৩ নেট রান রেটে শীর্ষে ছিল নিউজিল্যান্ড। তিন ম্যাচ পর ভারতের নেট রান রেট ছিল +১.৮২১। বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটের বড় ব্যবধানে জেতে ভারত। যদিও নেট রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়। তার অন্যতম কারণ বিরাটের সেঞ্চুরির অপেক্ষা। ৫১ বল বাকি থাকতে ম্যাচ জেতে ভারত। সুযোগ ছিল আরও অনেক আগেই ম্যাচ জেতার। শ্রেয়স আইয়ার অপ্রয়োজনীয় শট খেলে আউট হন। শেষ দিকে প্রয়োজনীয় রান অনেকটাই কম ছিল। লোকেশ রাহুল শট খেললে বা দ্রুত রান তুললে ভারত আগেই জয় নিশ্চিত করতে পারত। কিন্ত বিরাটের সেঞ্চুরিটা যাতে পূর্ণ হয়, টিম ধীরে সুস্থে খেলারই সিদ্ধান্ত নেয়।
বিশ্বকাপের মঞ্চে শেষ বার ২০১৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি এসেছিল বিরাটের ব্যাটে। টিমও চাইছিল বিরাট সময় নিয়ে সেঞ্চুরি পূর্ণ করুক। লোকেশ রাহুল-বিরাটের কাছে বেশ কিছু ক্ষেত্রে সিঙ্গল নেওয়ার সুযোগ থাকলেও নেননি। লোকেশ রাহুল ৩৪ বলে ৩৪ রান করেন। ২৫৭ রান তাড়ায় ৩৮ ওভারে ভারতের স্কোর ছিল ২২৯-৩। অন্তত পাঁচটি সিঙ্গল তারা নেননি। রাহুলও শট খেলেননি। দুই সেট ব্যাটার থাকায় আরও জিততে পারত। সেক্ষেত্রে হয়তো নেট রান বাড়তো। চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট হলে ভারতের নেট রান রেট +১.৮২১ থেকে কমে দাঁড়িয়েছে +১.৬৫৯। সে কারণেই নিউজিল্যান্ড শীর্ষে।
বাংলাদেশ হারায় নেট রান রেট কমেছে। ছ নম্বর থেকে সাতে নেমেছে তারা। ছয়ে এখন অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবলে আর কোনও পরিবর্তন হয়নি। আজ মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। পাকিস্তান জিতলে তিনে উঠে আসবে। অস্ট্রেলিয়া জিতলেও নেট রান রেট ভালো করতে হবে। তবেই প্রথম চারে ঢোকার সুযোগ হতে পারে।





