ICC World Cup 2023: স্টোকস আশায় ইংল্যান্ড, কবে ফিরছেন বিগ বেন?
ICC World Cup 2023, England Cricket Team: গত বারের ওডিআই বিশ্বকাপ, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেন স্টোকস। ইংল্যান্ড শিবির আশাবাদী দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকেই স্টোকসিকে পাওয়া যাবে। দিল্লিতে আফগানিস্তান ম্যাচের আগে নেটে ব্যাটও করেছিলেন স্টোকস। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস জানিয়েছিলেন, ফেরা সময়ের অপেক্ষা। আফগানদের কাছে ৬৯ রানে হারের পর দিশেহারা ইংল্যান্ড।
মুম্বই: নিউজিল্যান্ডের কাছে বড় হারে বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। মাঝে বাংলাদেশের বিরুদ্ধে জয়। এরপর ফের ধাক্কা। তাও আবার খাতায়-কলমে অনেকটাই পিছিয়ে থাকা আফগানিস্তানের কাছে। যে কোনও ফরম্যাটেই ইংল্যান্ডকে প্রথম বার হারানোর রেকর্ড গড়েছে আফগানিস্তান। টি-টোয়েন্টি এবং ওয়ান ডে ফরম্যাটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মানসিক ভাবে বিশাল আঘাত করেছে আফগানিস্তান। ঘুরে দাঁড়াতে ইংল্যান্ড টিমের ভরসা বেন স্টোকস। বিশ্বকাপের জন্যই ওয়ান ডে ফরম্যাটে অবসর ভেঙে ফিরেছেন স্টোকস। এখনও অবধি তাঁকে পায়নি ইংল্যান্ড। স্বাভাবিক ভাবেই বিপর্যস্ত ইংল্যান্ড চাইছে বেন স্টোকসকে। ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। মুম্বইয়ে সেই ম্যাচে ফিরবেন বিগ বেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
তিনটির মধ্যে দুটি হার। বিশ্বচ্যাম্পিয়নরা খাদের কিনারায়। দলের সেরা অলরাউন্ডার না থাকায় ভুগছে ইংল্যান্ড। তাদের আক্রমণাত্মক ক্রিকেটের প্রধান মুখ। গত বারের ওডিআই বিশ্বকাপ, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেন স্টোকস। ইংল্যান্ড শিবির আশাবাদী দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকেই স্টোকসিকে পাওয়া যাবে। দিল্লিতে আফগানিস্তান ম্যাচের আগে নেটে ব্যাটও করেছিলেন স্টোকস। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস জানিয়েছিলেন, ফেরা সময়ের অপেক্ষা। আফগানদের কাছে ৬৯ রানে হারের পর দিশেহারা ইংল্যান্ড।
স্টোকসের ফেরা নিয়ে ইংল্যান্ড সাদা বলের কোচ ম্যাথু মট বলছেন, ‘ওকে নিয়ে আমরা একটু সতর্ক হয়েই এগতে চাইছি। মেডিক্যাল টিম অবশ্য ওকে নিয়ে আত্মবিশ্বাসী। আমরা আশা করছি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওকে পাওয়া যাবে। দলের সকলেই মনে প্রাণে চাইছে, স্টোকস দ্রুত মাঠে ফিরুক। ও আমাদের কাছে অনেক দিক থেকেই লিডার। সকলরে উদ্বুদ্ধ করতে পারে। গত ম্যাচে হারের পরও টিমকে খুব সুন্দর ভাবে বুঝিয়েছে। আমাদের কোন জায়গায় ভুল হয়েছে, কোথায় উন্নতি প্রয়োজন, সেগুলোও বুঝিয়েছে।’
কাগজে কলমে ইংল্যান্ড সাদা-বলের অধিনায়ক জস বাটলার। তবে টিমের মধ্যে বেন স্টোকস যে একজন লিডার, তা কোচের কথাতেই পরিষ্কার। লিডের দ্রুত একাদশে ফিরুক সেটাই প্রত্যাশা ইংল্যান্ড শিবিরে। দক্ষিণ আফ্রিকা ম্যাচেই সেই প্রত্যাশা পূরণ হবে, আশাবাদী ইংল্যান্ড কোচ।