Virat Kohli: জাম্বোকে টপকে ওডিআই বিশ্বকাপে যে ‘বিরাট’ রেকর্ড গড়লেন কোহলি

IND vs AUS, ICC World Cup 2023: রোহিত শর্মার ভারত এবং প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া আজ ওডিআই বিশ্বকাপ সফর শুরু করল। চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন অজি অধিনায়ক। এই ম্যাচে ইতিমধ্যেই রেকর্ড গড়া, ভাঙার কাজ শুরু করে দিয়েছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নাররা।

Virat Kohli: জাম্বোকে টপকে ওডিআই বিশ্বকাপে যে 'বিরাট' রেকর্ড গড়লেন কোহলি
জাম্বোকে টপকে ওডিআই বিশ্বকাপে যে 'বিরাট' রেকর্ড গড়লেন কোহলি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 7:06 PM

চেন্নাই: বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলছে ভারত। বিরাট কোহলি অবশ্য এখনও ব্যাট করতে নামেননি। কারণ, টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। ব্যাটিংয়ে বিরাট নামেননি তো কী হয়েছে, ইতিমধ্যেই এক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। ভারতীয় ক্রিকেটের ‘জাম্বো’, অনিল কুম্বলেকে টপকে গিয়েছেন কিং কোহলি। জানেন চিপকে কোন রেকর্ড গড়েছেন বিরাট? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

যে মাইলস্টোন গড়লেন বিরাট কোহলি… ওডিআই বিশ্বকাপে এতদিন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল অনিল কুম্বলের। তিনি ৫০ ওভারের বিশ্বকাপের মঞ্চে নিয়েছিলেন ১৪টি ক্যাচ। আজ বিরাট অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে মিচেল মার্শের ক্যাচ নিতেই গড়েন রেকর্ড। স্লিপে ছিলেন বিরাট। জসপ্রীত বুমরার বল করেন। মিচেল মার্শের শট ব্যাটের কানায় লেগে স্লিপের দিকে যায়। বাঁ দিকে ডাইভ দিয়ে দু’হাতে ক্যাচ তালুবন্দি করেন বিরাট। এটি ওডিআই বিশ্বকাপে বিরাট কোহলির নেওয়া ১৫তম ক্যাচ।

বিরাট যেভাবে মার্শের ক্যাচ নিয়েছেন, তা যথেষ্ট প্রশংসনীয়। তিনি অত্যন্ত ফিট ক্রিকেটার এবং ভালো ফিল্ডারও। তাই তাঁর এই অ্যাক্রোবেটিক ক্যাচ বেশ নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

উইকেটকিপার নন, কিন্তু ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন যাঁরা —

  • বিরাট কোহলি – ১৫টি
  • অনিল কুম্বলে – ১৪টি
  • কপিল দেব – ১২টি
  • সচিন তেন্ডুলকর – ১২টি

বিরাট যখন বাউন্ডারি লাইনের সামনে ফিল্ডিং করছিলেন সেই সময় চিপকের গ্যালারি থেকে ভেসে আসছিল কোহলি… কোহলি… ধ্বনি। নেটদুনিয়ায় ঘুরছে সেই ভিডিয়ো।