IND vs AUS Final: বিশ্বকাপ ফাইনাল দেখবেন, রোহিতদের উৎসাহ দেবেন সদগুরু
ICC world Cup 2023, IND vs AUS Final: ঘরের মাঠে বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে ভারত। লিগ পর্বে টানা নয় ম্যাচে জিতে সেমিফাইনাল। শেষ চারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে বদলা নিয়ে ট্রফির ম্যাচে ভারত। তবে এখান থেকে খালি হাতে ফিরলে, গত দশ ম্যাচের সাফল্যই বৃথা হয়ে যাবে। সেটাই মনে করিয়ে দিলেন সদগুরু। ভারত যে ফর্মে রয়েছে, তাতে তিনি নিশ্চিত রোহিতদের চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা।
আমেদাবাদ: বিশ্বকাপ ফাইনাল। এক যুগ পর ফের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ভারতের সামনে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রূপকথার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা। আর এমন দিনে ভারতীয় দলের সমর্থনে সদগুরুর মতো ব্যক্তিত্ব। ভারত-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ ফাইনাল নিয়ে উন্মাদনা তুঙ্গে। আর তাতে সামিল সদগুরু। সোশ্যাল মিডিয়ায় নানা বিষয়ে বার্তা দিয়েছেন তিনি। টিম ভারতের জন্য গলা ফাটাবেন সদগুরু। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে সেই বিষয়েই বলেছেন সদগুরু। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে ভারত। লিগ পর্বে টানা নয় ম্যাচে জিতে সেমিফাইনাল। শেষ চারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বদলা নিয়ে ট্রফির ম্যাচে ভারত। তবে এখান থেকে খালি হাতে ফিরলে, গত দশ ম্যাচের সাফল্যই বৃথা হয়ে যাবে। সেটাই মনে করিয়ে দিলেন সদগুরু। সোশ্যাল মিডিয়ায় এক বার্তা দিয়েছেন, ‘টিম ভারত অনবদ্য গতি ছুটছে। দুর্দান্ত পারফরম্যান্স। আমাদের ক্রিকেট টিম এই খেলাকে এক অন্যমাত্রায় নিয়ে গিয়েছে। দশটির মধ্যে ১০টিই জয়। খুব সুন্দর নেতৃত্ব, প্রত্যেকটা প্লেয়ার প্রশংসনীয় পারফর্ম করছে। একের পর এক রেকর্ড হচ্ছে। অপ্রতিরোধ্য এই টিমকে ফাইনাল নিয়ে খুব বেশি চিন্তিত হওয়া উচিত নয়।’
ভারত যে ফর্মে রয়েছে, তাতে তিনি নিশ্চিত চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা। সদগুরু আরও বলছেন, ‘আমি নিশ্চিত ওরাই চ্যাম্পিয়ন হবে।’ ফাইনালের জন্য বিশেষ পরামর্শও দিলেন সদগুরু। বলছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, প্রতিপক্ষকে একেবারেই হালকা না নেওয়া। তেমনই প্রতিপক্ষকে নিয়ে এত ভাবারও প্রয়োজন নেই। আমাদের নিজেদের নিয়েই শুধু ভাবতে হবে। আমি নিশ্চিত, আমাদের ছেলেরা ট্রফি জিতবেই। সারা দেশকে গর্বিত করবে। ১৪০ কোটি ভারতবাসীকে অনাবিল আনন্দ উপহার দেবে। তবে এই বিষয়গুলো মাথায় নিয়ে না নামাই শ্রেয়। শুধু শট খেলা এবং প্রতিপক্ষর উইকেট ছিটকে দেওয়ায় ফোকাস করলেই হবে। বাকিটা এমনিই হবে। প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা এবং আশীর্বাদ রইল।’ সদগুরু আরও জানান, ফাইনালে তিনি টিমের পাশে থাকছেন, ম্যাচ দেখবেন, ভারতকে চ্যাম্পিয়ন হতে দেখবেন।