ICC World Cup : ‘অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলাম’, ডাচ অধিনায়ক আরও যা বললেন…

ICC World Cup 2023, Scott Edwards: টুর্নামেন্টে ভালো পারফর্ম করছিল নেদারল্যান্ডস। পাকিস্তানের বিরুদ্ধে কঠিন লড়াই দিয়েছিল। নিউজিল্যান্ডের কাছে হারেও নজর কেড়েছিল। দক্ষতা নয়, স্নায়ুর চাপে ভুগছিল। ধরমশালায় খোলা মনে খেলল। জিতলও। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল নেদারল্যান্ডস। সেই জয় থেকেই প্রোটিয়াদের বিরুদ্ধে হোমওয়ার্ক সেরেছেন ডাচরা। তারই যেন সুফল মিলল।

ICC World Cup : 'অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলাম', ডাচ অধিনায়ক আরও যা বললেন...
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 12:15 AM

ধরমশালা: প্রত্যাশা ছিল। অবশেষে জয়ের স্বাদ মিলল। তাও আবার দক্ষিণ আফ্রিকার মতো বিধ্বংসী টিমকে হারিয়ে। এক যুগ পর ওয়ান ডে বিশ্বকাপে সুযোগ পেয়েছে নেদারল্যান্ডস। এর আগে ২০১১ সালে ভারতের মাটিতেই শেষ বার বিশ্বকাপ খেলেছিল। যদিও সে বার গ্রুপ পর্বে ৬ ম্যাচ খেলেও জয়ের স্বাদ পায়নি। তেইশের বিশ্বকাপে প্রথম দু-ম্যাচে অনবদ্য খেললেও জয় আসেনি। ধরমশালায় ইতিহাস গড়ল নেদারল্যান্ডস। ব্যাট হাতে অনবদ্য, কিপিংয়ে গুরুত্বপূর্ণও ভূমিকা নিলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ম্যাচের সেরার পুরস্কারও জিতলেন। তাদের প্রত্যাশা কি কিছুটা হলেও পূরণ হল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল আফগানিস্তান। এ বার নেদারল্যান্ডস হারাল দক্ষিণ আফ্রিকা। এই প্রথম বার ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে কোনও টেস্ট খেলিয়ে দেশকে হারাল নেদারল্যান্ডস। ম্যাচের সেরা অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলছেন, ‘আমরা প্রচুর প্রত্যাশা নিয়ে এসেছিলাম। আমাদের দলে দক্ষ ক্রিকেটারের অভাব নেই। অবশেষে প্রথম জয় পেয়ে খুশি। আশা করি এই সফরে আরও ম্যাচ জিততে পারব।’ ব্যাট হাতে ৭৮ রানের অনবদ্য ইনিংস স্কটের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৮ রানের জয়।

টুর্নামেন্টে ভালো পারফর্ম করছিল নেদারল্যান্ডস। পাকিস্তানের বিরুদ্ধে কঠিন লড়াই দিয়েছিল। নিউজিল্যান্ডের কাছে হারেও নজর কেড়েছিল। দক্ষতা নয়, স্নায়ুর চাপে ভুগছিল। ধরমশালায় খোলা মনে খেলল। জিতলও। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল নেদারল্যান্ডস। সেই জয় থেকেই প্রোটিয়াদের বিরুদ্ধে হোমওয়ার্ক সেরেছেন ডাচরা। অধিনায়ক বলেন, ‘আমরা অনেক বেশি বিশ্লেষণ করি। কয়েক ম্যাচ আমরা ভালো খেলছিলাম। কিন্তু জেতার মতো পরিস্থিতি আসছিল না। আশাকরি এ বার আমাদের সমর্থকরা কিছুটা হলেও খুশি হবে। এই জয়ে আমরাও খুশি।’