IND A vs AUS A: ভারতের বিরুদ্ধে আউট হয়েও মাঠ ছাড়লেন না! অজি ব্যাটারে ক্ষুব্ধ ব্রড
Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়া এ দলের ক্যাপ্টেন ম্যাকসোয়েনি। তবে টেস্টের অভিজ্ঞতা নেই। মার্কাস হ্যারিস ২০১৮ সালে ভারতের বিরুদ্ধেই টেস্ট অভিষেক করেছিলেন। এ বার টিমে ফিরতে মরিয়া। এমসিজিতে ৭৪ রানের অনবদ্য ইনিংসও খেলেন। যদিও তাঁর একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চরমে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি ভারত এ দল ও অস্ট্রেলিয়া এ। একাধিক ক্রিকেটারের কাছে এই ম্যাচ বর্ডার-গাভাসকর ট্রফির মহড়া। ভারতের হয়ে লোকেশ রাহুল, অভিমন্যু ঈশ্বরণ নেমেছেন যোগ্যতা প্রমাণে। ২২ নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। কোনও এক ম্যাচে পাওয়া যাবে না রোহিত শর্মাকে। পারথ টেস্টেই খেলার সম্ভাবনা ক্ষীণ ভারত অধিনায়কের। সেটা পরের ম্যাচেও হতে পারে। স্ত্রী সন্তানসম্ভবা। সে সময় দেশে ফেরার কথা রোহিতের। ফলে যশস্বীর ওপেনিং পার্টনার দৌড়ে লোকেশ রাহুল ও অভিমন্যু। অন্য দিকে, মিডল অর্ডারে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে ঢুকতে পারেন ধ্রুব জুরেলও।
অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও পরিস্থিতি অনেকটা এমন। তাদের সমস্যা ওপেনিং। উসমান খোয়াজার সঙ্গী খোঁজা চলছে। স্যাম কন্টাস, ক্যামেরন ব্যানক্রফ্ট, নাথান ম্যাকসোয়েনি এবং মার্কাস হ্যারিসরা দৌড়ে রয়েছেন। এর মধ্যে পছন্দের তালিকায় এগিয়ে নাথান ম্যাকসোয়েনি এবং মার্কাস হ্যারিস। অস্ট্রেলিয়া এ দলের ক্যাপ্টেন ম্যাকসোয়েনি। তবে টেস্টের অভিজ্ঞতা নেই। মার্কাস হ্যারিস ২০১৮ সালে ভারতের বিরুদ্ধেই টেস্ট অভিষেক করেছিলেন। এ বার টিমে ফিরতে মরিয়া। এমসিজিতে ৭৪ রানের অনবদ্য ইনিংসও খেলেন। যদিও তাঁর একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চরমে।
ভারত এ দলের স্পিনার তনুষ কোটিয়ানের বোলিংয়ে স্লিপে ক্যাচ যায়। তা ক্যাচ হলেও আম্পায়ার আউট দেননি। লাগাতার আবেদন করেও লাভ হয়নি। এ দলের ম্যাচ। ফলে নেই ডিআরএসও। ভিডিয়ো রিপ্লেতে অবশ্য দেখা যাচ্ছে, ব্যাক লেগের প্যাডে নয়, বরং ব্য়াটে লেগেছিল বল। মার্কাস হ্যারিস কি সেটা বুঝতে পারেননি? কিন্তু তিনি মাঠ ছাড়েননি। তাঁর এই আচরণেই ক্ষুব্ধ ইংল্যান্ডের কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রড। পরিষ্কার বলছেন, ‘আমি হলে মাঠ থেকে নিজেই বেরিয়ে যেতাম।’
মার্কাস হ্যারিস সে সময় ৪৮ রানে খেলছিলেন। টেস্ট দলে কামব্যাকের জন্য তাঁর বড় ইনিংস খেলা নিঃসন্দেহে প্রয়োজন ছিল। কিন্তু আউট হয়েও মাঠ না ছাড়া, স্পোর্টসম্যান স্পিরিটের প্রশ্ন ওঠেই। ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অবাক হয়ে লেখেন, এটা আউট নয়! তাতেই ব্রডের সাফ রিপ্লাই। ব্রড কেন, অনেক ব্যাটারই হয়তো তাই করতেন। ডিআরএস থাকলে হয়তো জীবনদানও পেতেন না মার্কাস হ্যারিস।
#MarcusHarris survives a huge appeal from #TanushKotian, and that decision turns the tide in Australia A’s favor! 💥
He went on to score crucial 74 runs, putting his team in the driver’s seat! 🏏💪
Day 2 👉🏻 #AUSAvINDAOnStar | LIVE NOW on Star Sports 1 & Star Sports 1 HD pic.twitter.com/tVpwFWfibP
— Star Sports (@StarSportsIndia) November 8, 2024