Ricky Ponting: রাখেনি দিল্লি ক্যাপিটালস, আইপিএলে কোচিং নিয়ে কী বলছেন পন্টিং?

IPL 2024, Delhi Capitals: সাদা বলে ছিলেন অস্ট্রেলিয়ারই ম্যাথিউ মট। তাঁর জায়গা আর এক অজি রিকি পন্টিংয়ের সম্ভাবনা ছিল। তিনি নিজেই অবশ্য এই দায়িত্বে আগ্রহী নন। রিকি পন্টিংয়ের নজরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই। দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন কোচ কী বলছেন?

Ricky Ponting: রাখেনি দিল্লি ক্যাপিটালস, আইপিএলে কোচিং নিয়ে কী বলছেন পন্টিং?
Image Credit source: ICC
Follow Us:
| Updated on: Aug 09, 2024 | 10:11 PM

দীর্ঘ সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোচিংয়ে যুক্ত ছিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটারকে এ মরসুমে সরিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। শোনা যাচ্ছিল, ইংল্যান্ড সাদা বলের ক্রিকেটে কোচ হতে পারেন রিকি পন্টিং। ইংল্যান্ডের ভিন্ন ফরম্যাটে ভিন্ন কোচ। লাল-বলের ক্রিকেটে তাদের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। সাদা বলে ছিলেন অস্ট্রেলিয়ারই ম্যাথিউ মট। তাঁর জায়গা আর এক অজি রিকি পন্টিংয়ের সম্ভাবনা ছিল। তিনি নিজেই অবশ্য এই দায়িত্বে আগ্রহী নন। রিকি পন্টিংয়ের নজরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই। দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন কোচ কী বলছেন?

আইসিসি রিভিউতে সঞ্জনা গণেশনের সঙ্গে সাক্ষাৎকারে রিকি পন্টিং বলেন, ‘ইংল্যান্ডের কোচিংয়ে আমি একদমই যাব না। অন রেকর্ডই বলছি। আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়েই আমার ইচ্ছে নেই। সেখানে অনেকটা সময় দিতে হবে। এর জন্য আমি প্রস্তুত নই। আমার আরও কিছু দায়িত্ব রয়েছে যেমন ধারাভাষ্য। সব কিছুকে ব্যালান্স করার চেষ্টায় রয়েছি।’

পরিবারকেও সময় দিতে মরিয়া রিকি পন্টিং। সে কারণেই আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে থাকতে চান রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালসের চাকরি গেলেও তাঁর কাছে আরও প্রস্তাব রয়েছে বলে জানালেন। পন্টিং বলেন, ‘আমি আইপিএলে কোচিং চালিয়ে যেতে চাই। এই টুর্নামেন্টে প্রচুর ভালো সময় কাটিয়েছি। অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। সেটা কেরিয়ারের শুরুর দিকেই হোক বা পরবর্তীতে। মুম্বই ইন্ডিয়ান্সে হেড কোচ ছিলাম। দিল্লি ক্যাপিটালসে সাত মরসুম কাটিয়েছি। দুঃখের বিষয়, দিল্লি ক্যাপিটালসে আমার সাফল্য সেই অর্থে নেই। ট্রফি জিততে পারলে ভালো লাগত।’