করোনাবিধি নিয়ে বিসিসিআই এ বার অনমনীয়
২৫ মে মুম্বইয়ের হোটেলে ঢুকবেন ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরা। সেখানে জৈব সুরক্ষা বলয়ে ৭ দিন থাকার পর ইংল্যান্ড রওনা দেবে দল। মুম্বইয়ের হোটেলে ঢুকে প্রথম দিনই ক্রিকেটার এবং তাঁদের পরিবারের সদস্যদের আরটি-পিসিআর টেস্ট হবে।
মুম্বই: কোভিড মোকাবিলায় এ বার আরও কঠোর হল বোর্ড। ইংল্যান্ড সফরের রওনা হওয়ার আগে কোনও ক্রিকেটার বা দলের সদস্য করোনা সংক্রমিত হলে ইংল্যান্ড সফরে সে দলের সঙ্গে যাবে না। নিজেদেরই নাম প্রত্যাহার করে নিতে হবে।
২৫ মে মুম্বইয়ের হোটেলে ঢুকবেন ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরা। সেখানে জৈব সুরক্ষা বলয়ে ৭ দিন থাকার পর ইংল্যান্ড রওনা দেবে দল। মুম্বইয়ের হোটেলে ঢুকে প্রথম দিনই ক্রিকেটার এবং তাঁদের পরিবারের সদস্যদের আরটি-পিসিআর টেস্ট হবে। সেখানে কারও রিপোর্ট পজিটিভ এলে ইংল্যান্ড সফর থেকে সরে যেতে হবে তাকে। টিমের ফিজিও যোগেশ পারমার ইতিমধ্যেই ক্রিকেটারদের সুরক্ষিত থাকার সাফ নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:কোভিড মোকাবিলায় প্রদর্শনী ম্যাচে আনন্দ
আইপিএল চলাকালীন জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটাররা করোনা সংক্রমিত হয়েছিলেন। তা থেকে শিক্ষা নিয়েই ইংল্যান্ড সফরের পরিকল্পনা সাজাচ্ছে বোর্ড।