IND vs AUS: সিলেকশন নিয়ে ক্ষুব্ধ প্রসাদ! কার প্রিয় পাত্র রাহুল?
KL Rahul: অশ্বিনকে ভাইস ক্যাপ্টেন করার পরামর্শও দিয়েছেন। এ ছাড়া আরও কয়েক জনের নাম জানিয়েছেন, যাঁরা ভাইস ক্যাপ্টেনের ভূমিকা আরও ভালো ভাবে পালন করতে পারবেন বলেই মনে করেন প্রসাদ।
নাগপুর: ধারাবাহিক ব্যর্থতা। তারপরও দলের সহ অধিনায়ক। নিয়মিত সুযোগ পাচ্ছেন লোকেশ রাহুল। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ ভারতের প্রাক্তন পেসার তথা নির্বাচন কমিটির সদস্য় ভেঙ্কটেশ প্রসাদ। নাগপুর টেস্টেও রাহুলের ব্য়র্থতা প্রশ্ন তুলে নিচ্ছে, দলে তাঁর সিলেকশন নিয়ে। রাহুলকে জায়গা দিতে বাদ পড়েছেন শুভমন গিল। স্বপ্নের ফর্মে ছিলেন শুভমন। সব ফরম্য়াটেই। বাংলাদেশ সফরে টেস্টে প্রথম সেঞ্চুরি করেছেন, ঘরের মাঠে ওয়ান ডে-তে ডাবল সেঞ্চুরি এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও শতরান করেছেন। অথচ লোকেশ রাহুলের খারাপ ফর্ম বজায় রয়েছে। কে এল রাহুলের দলে সুযোগ পাওয়াকে কড়া ভাবে সমালোচনা করলেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। প্রসাদের মতে, ভালো পারফর্ম না করা সত্ত্বেও দলে জায়গা পাওয়া ‘স্বজনপোষণ’ ছাড়া আর কিছুই না। আর কী বলছেন দেশের অন্য়তম সেরা পেসার? বিস্তারিত TV9Bangla-য়।
নাগপুর টেস্টে তিন দিনেই অস্ট্রেলিয়াকে দুরমুশ করেছে ভারত। এরপরই এমন মন্তব্য করেন প্রসাদ। নিজের টুইটার হ্যান্ডেলে প্রসাদ এ বিষয়ে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘৮ বছরের বেশি সময় ধরে৪৬ টি টেস্ট খেলে মাত্র ৩৪ গড়। অতি সাধারণ পারফরম্য়ান্স। এমন কাউকে মনে পড়ছে না, যাকে এতবার সুযোগ দেওয়া হয়েছে। অনেক এমন প্লেয়ারও আছে যারা ভালো ফর্মেও আছেন এবং জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায়ও। শুভমন গিল বর্তমানে স্বপ্নের ফর্মে রয়েছে। অন্য দিকে, সরফরাজ খানও প্রথম শ্রেনির ক্রিকেটে সেঞ্চুরি করে চলেছে, এরকম অনেকে আছে।’ আরও যোগ করেন, ‘কয়েকজন কেবলমাত্র ভাগ্যের জোরে দলে সুযোগ পেয়ে যাচ্ছেন। যতদিন না পর্যন্ত ভালো ফল করতে পারছেন যেন সুযোগ দিয়েই যাওয়া হবে। আর অন্য় দিকে, বাকিরা সুযোগই পাচ্ছেন না। রাহুলের মেধা এবং যোগ্যতা নিয়ে আমার যথেষ্ট কদর রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর পারফরম্যান্স একেবারেই আশানুরূপ নয়।’
নিজের সময়ে প্রসাদও কিছুটা রবিচন্দ্রন আশ্বিনের মত ব্যাটার ছিলেন। তিনি অশ্বিনকে ভাইস ক্যাপ্টেন করার পরামর্শও দিয়েছেন। এ ছাড়া আরও কয়েক জনের নাম জানিয়েছেন, যাঁরা ভাইস ক্যাপ্টেনের ভূমিকা আরও ভালো ভাবে পালন করতে পারবেন বলেই মনে করেন প্রসাদ। অশ্বিনের বদলে রাহুলকে ভাইস ক্যাপ্টেন নির্বাচন করা নিয়েও বোর্ডকে কাঠগড়ায় তুলতে দু-বার ভাবেননি প্রসাদ। তার টুইটে এই ক্ষোভও উঠে এসেছে। প্রসাদ এ কথাও জানান, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাহিদার জন্য বোর্ড চায় না কোনও ফ্র্যাঞ্চাইজি অধিনায়ককে চটাতে। তাই হয়তো লোকেশ রাহুলের জন্য এমন নরম মনোভাব বোর্ডের! কারণ, তিনি আইপিএলে লখনউ দলের অধিনায়ক।