INDW vs PAKW: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মহারণ

ICC Women’s T20 World Cup: অনূর্ধ্ব ১৯ দলের সাফল্য উজ্জীবিত করছে হরমনপ্রীতদের। ভারত অধিনায়ক হরমনপ্রীত বলছেন, 'আমরা খুবই খুশি অনূর্ধ্ব ১৯ দল খুবই ভালো পারফর্ম করেছে। এ বার আমরাও তেমনই একটা সুন্দর সফরের অপেক্ষায়। জয়ের মুহূর্ত শুরু হয়েছে, আমরা সেই ধারা বজায় রাখতে চাই।'

INDW vs PAKW: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মহারণ
Image Credit source: ICC, FILE
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2023 | 9:30 AM

কেপটাউন: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সুপার সানডে। ক্রিকেট ফের ভারত-পাকিস্তান। অনেক দিক থেকেই রুদ্ধশ্বাস একটা ম্যাচের অপেক্ষা। ছেলেদের এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তান ঠান্ডা লড়াই চলছে। এ বছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। যদিও ভারতীয় বোর্ডের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানে খেলতে যাবে না ভারত। এ দিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও হুমকি দিয়েছে, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে, ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান। আদৌ এশিয়া কাপ পাকিস্তানে হবে কী না, তা নিয়েই জটিলতা তৈরি হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে মার্চে। এমন পরিস্থিতিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।

টুর্নামেন্ট যাই হোক, ছেলেদের কিংবা মেয়েদের, সব ক্ষেত্রেই ভারত-পাকিস্তান মানেই রুদ্ধশ্বাস একটা ম্যাচের অপেক্ষা থাকে। ক্রিকেট বিশ্বের সমর্থকরা অপেক্ষায় থাকেন এই ম্যাচের। এ বারও সকলেই অপেক্ষায় রয়েছে এ বিষয়ে সন্দেহ নেই। বিশ্বকাপ শুরু হয়ে গেলেও, আসল বিশ্বকাপ শুরু হবে আজ থেকেই। গ্রুপ ২-তে মুখোমুখি ভারত-পাকিস্তান। মেগা ম্যাচের আগে ভারতীয় শিবিরে অস্বস্তি স্মৃতি মন্ধানার চোট। আঙুলের চোটে এই ম্যাচে খেলতে পারবেন না সহ অধিনায়ক স্মৃতি। ভারতীয় দলের ভারপ্রাপ্ত কোচ ঋষিকেশ কানিতকর নিশ্চিত করেছেন। টিম ম্যানেজমেন্ট আশাবাদী, ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবেন স্মৃতি। তবে ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চ এতটাই শক্তিশালী, এই ম্যাচের আগে স্মৃতির ছিটকে যাওয়া নিয়ে খুব বেশি চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট।

স্মৃতি না থাকায় এই ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে শেফালি ভার্মা এবং যস্তিকা ভাটিয়াকে। মেয়েদের ক্রিকেটে সদ্য প্রথম আইসিসি ট্রফি জিতেছে ভারত। মেয়েদের অনূর্ধ্ব ১৯ উদ্বোধনী বিশ্বকাপে চ্যাম্পিয়ন। নেতৃত্বে ছিলেন শেফালি। সিনিয়র দলের আর এক সদস্য রিচা ঘোষও খেলেছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকাতেই হয়েছে বিশ্বকাপ। সিনিয়র বিশ্বকাপও দক্ষিণ আফ্রিকাতেই। এ বারই প্রথম মেয়েদের বিশ্বকাপ আয়োজন হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। অনূর্ধ্ব ১৯ দলের সাফল্য উজ্জীবিত করছে হরমনপ্রীতদের। ভারত অধিনায়ক হরমনপ্রীত বলছেন, ‘আমরা খুবই খুশি অনূর্ধ্ব ১৯ দল খুবই ভালো পারফর্ম করেছে। এ বার আমরাও তেমনই একটা সুন্দর সফরের অপেক্ষায়। জয়ের মুহূর্ত শুরু হয়েছে, আমরা সেই ধারা বজায় রাখতে চাই।’