Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG Toss: টস হার শাপে বর সূর্যর! ভারতের একাদশে তিন পরিবর্তন

India vs England Pune Toss Report: পরের দিকে স্পিনাররা ভূমিকা নিতে পারেন। রান তাড়া সমস্যা হতে পারে। ফলে প্রথমে ব্যাটিং করার সুযোগ ভারতের কাছে ভালো হতে পারে। চতুর্থ টি-টোয়েন্টিতে একাদশে তিনটি বদল করলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।

IND vs ENG Toss: টস হার শাপে বর সূর্যর! ভারতের একাদশে তিন পরিবর্তন
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 31, 2025 | 6:39 PM

টস জয়ের হ্যাটট্রিক করেছিলেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ড অধিনায়ক অবশেষে চতুর্থ ম্যাচে এসে টস জিতলেন। বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের কাছে টস হার শাপে বর হতেই পারে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামের পরিসংখ্যান বলছে, প্রথমে ব্যাট করা টিমের পাল্লা ভারী। প্রথম ইনিংসের গড় স্কোর ১৭৪। পরের দিকে স্পিনাররা ভূমিকা নিতে পারেন। রান তাড়া সমস্যা হতে পারে। ফলে প্রথমে ব্যাটিং করার সুযোগ ভারতের কাছে ভালো হতে পারে। চতুর্থ টি-টোয়েন্টিতে একাদশে তিনটি বদল করলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।

চোটের কারণে গত দুই ম্যাচে পাওয়া যায়নি রিঙ্কু সিংকে। সিরিজের শেষ দিকে পাওয়া যাবে, এমন আশার খবরই শুনিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সেটাই হল। রিঙ্কু সিং একাদশে জায়গা করে নিলেন। প্রত্যাশামতোই বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সামিকে। তাঁর পরিবর্তে একাদশে ফিরলেন অর্শদীপ সিং। পাশাপাশি ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে নেওয়া হয়েছে শিবম দুবেকে। স্পিন বোলিং অলরাউন্ডারের পরিবর্তে পেস বোলিং অলরাউন্ডার শিবম।

গত তিন ম্যাচেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। টস হারায় প্রথম ব্যাটিং করবে। সিরিজে প্রথম বার। রান তাড়ায় প্রথম দু-ম্যাচ জিতলেও গত ম্যাচে হেরেছে ভারত। সিরিজে ২-১ এগিয়ে। পুনেতে জিতলেই সিরিজ ভারতের। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত কোনও টি-টোয়েন্টি সিরিজ হারেনি।

ভারতের একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্য়াটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।

ইংল্যান্ড একাদশ – বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।